নয়াদিল্লি, 12 অক্টোবর:সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের পাশাপাশি গুজরাত সরকারকে 16 অক্টোবরের মধ্যে বিলকিস বানো গণধর্ষণ মামলায় 11 জন আসামির সাজা মুকুব এবং তাঁর পরিবারের সাত সদস্যকে হত্যা সংক্রান্ত মামলার মূল রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
2002 সালে গুজরাত দাঙ্গার সময় বিলকিস বানোকে গণধর্ষন করার পাশাপাশি তাঁর পরিবারের একাধিক সদস্যকে খুন করার অভিযোগ ওঠে। ঘটনায় দোষীদের সাজা মুকুব মঞ্জুর করার পর রায়কে চ্যালেঞ্জ করেবিলকিস বানোর আইনজীবীর পাশাপাশি কেন্দ্র, গুজরাত সরকার এবং জনস্বার্থ মামলাকারীদের পক্ষের আইনজীবীদের দাখিল করা মামলার দীর্ঘ শুনানি হয় ৷ এর পরে বিচারপতি বি ভি নাগারথনা এবং উজ্জল ভূঁইয়া-এর ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রাখে।
অন্যদিকে, গুজরাত সরকার সাজা মুকুবের বিরুদ্ধে পালটা মামলা দায়ের করেছে ৷ বিলকিস বানোর দায়ের করা পিটিশন ছাড়াও, সিপিআই(এম) নেত্রী সুভাষিণী আলি, সাংবাদিক রেবতী লাউল এবং লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপ রেখা ভার্মা-সহ আরও কয়েকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে রায়কে চ্যালেঞ্জ করে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও দোষীদের আর্জি মঞ্জুর করা এবং তাদের খালাস করার বিরুদ্ধে একটি পৃথক জনস্বার্থ মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: ছাত্রকে যৌন সম্পর্কের প্রস্তাব শিক্ষিকার! অভিযোগ দায়ের
21 বছর বয়সী বিলকিস বানো পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন যখন তিনি গণধর্ষনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ ৷ গোধরা ট্রেন পোড়ানোর ঘটনার পরে গুজরাতে শুরু হওয়া সাম্প্রদায়িক দাঙ্গার ভয়াবহতা থেকে পালাতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছিলেন বিলকিস বানো। দাঙ্গায় নিহত পরিবারের সাত সদস্যের মধ্যে তার তিন বছরের মেয়েও ছিল বলে অভিযোগ। (পিটিআই)