নয়াদিল্লি, 30 নভেম্বর: এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিলকিস বানো (Bilkis Bano)৷ 2002 সালের গুজরাত দাঙ্গায় তাঁকে গণধর্ষণ করা 11জন দোষীর অকাল মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি (Bilkis Approaches Supreme Court)৷ মে মাসে সুপ্রিম কোর্ট 11 জন দোষীকে মুক্তির জন্য 1992 সালের রেমিশন রুলস ব্যবহারের নির্দেশ দিয়েছিল গুজরাত সরকারকে ৷ সেই নির্দেশ পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছেন বিলকিস বানো ৷
বিলকিস বানোর আইনজীবী প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে এই মামলার উল্লেখ করেন । সিজেআই বলেছেন যে, আবেদনটি একই বেঞ্চে শুনানি করা যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
বিলকিস বানো মামলায় 11জন অপরাধীর মুক্তির সিদ্ধান্তের পক্ষে গুজরাত সরকার সুপ্রিম কোর্টকে বলেছে, দোষীরা কারাগারে 14 বছরের সাজা পূর্ণ করেছে এবং তাদের "আচরণ ভালো" বলে প্রমাণিত হয়েছে । রাজ্য সরকার বলেছে যে, 1992 সালের নীতি অনুসারে 11 জন বন্দির মামলা বিবেচনা করা হয়েছে এবং 2022 সালের 10 অগস্ট তাদের মুক্তি দেওয়া হয় ৷ কেন্দ্রীয় সরকারও দোষীদের আগাম মুক্তিতে অনুমোদন দিয়েছে ।