নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলা ভাষায় টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার দুপুরে জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ এরপর 7 লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই রাষ্ট্রপ্রধান ৷ দীর্ঘ বৈঠক শেষে টুইট করে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত নয় বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।"
এদিন প্রথমে মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জুগনাথের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন মোদি ৷ দুই রাষ্ট্রনেতা 9 থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন ৷ বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে ৷ অন্যদিকে, বিদেশ মন্ত্রক সূত্রে খবর, শীর্ষ সম্মেলন চলাকালীন আগামী তিন দিনে একাধিক রাষ্ট্রনেতাদের সঙ্গে 15টি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদির।