পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গোয়ালিয়রে পরিবারের চোখের সামনেই মেয়েকে অপহরণ দুই দুষ্কৃতীর! - প্রকাশ্য দিবালোকে অপহরণ

Bike borne men kidnap girl in broad daylight in Gwalior. ভিডিয়োয় একজন ব্যক্তিকে একটি পেট্রল পাম্পের কাছে অপেক্ষা করতে দেখা যাচ্ছে ৷ তখন অন্য একজন লোক একটি মেয়েকে টেনে নিয়ে বাইকে বসতে বাধ্য করে ৷ মেয়েটিকে পিছনের সিটে উঠিয়ে দেওয়ার পরে, দ্বিতীয় ব্যক্তিটি তার পিছনে ওঠার চেষ্টা করলেও ব্যর্থ হয় ৷ পরে তাকে বাইকের পিছনে তাড়া করতে দেখা যায়। মেয়েটির পরিবার জানিয়েছে, তারা সকালে ভিন্দ থেকে গোয়ালিয়রে পৌঁছেছিল। বাসস্টপে নামার পর তারা মালপত্র নামাতে ব্যস্ত হয়ে পড়েন।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 10:59 PM IST

Updated : Nov 21, 2023, 9:49 AM IST

মেয়েকে অপহরণ করে দুই ব্যক্তি

গোয়ালিয়র, 20 নভেম্বর: সোমবার মধ্যপ্রদেশের গোয়ালিয়রের এক পেট্রল পাম্প থেকে একটি মেয়েকে প্রকাশ্য দিবালোকে অপহরণ করেছে দুই মুখোশধারী ব্যক্তি ৷ ওই দুই ব্যক্তিই বাইকে করে এসেছিল বলে দাবি করেছে পুলিশ ৷ ঘটনাস্থলে থাকা সিসিটিভি ক্যামেরাতেও ধরা পড়েচে সেই ঘটনা ৷

ভিডিয়োয় একজন ব্যক্তিকে একটি পেট্রল পাম্পের কাছে অপেক্ষা করতে দেখা যাচ্ছে ৷ তখন অন্য একজন লোক একটি মেয়েকে টেনে নিয়ে বাইকে বসতে বাধ্য করে ৷ মেয়েটিকে পিছনের সিটে উঠিয়ে দেওয়ার পরে, দ্বিতীয় ব্যক্তিটি তার পিছনে ওঠার চেষ্টা করলেও ব্যর্থ হয় ৷ পরে তাকে বাইকের পিছনে তাড়া করতে দেখা যায়। মেয়েটির পরিবার জানিয়েছে, তারা সকালে ভিন্দ থেকে গোয়ালিয়রে পৌঁছেছিল। বাসস্টপে নামার পর তারা মালপত্র নামাতে ব্যস্ত হয়ে পড়েন।

পরিবারের এক বাচ্চা শৌচালয়ে যেতে চাইলে মেয়েটি তাকে পাশের পেট্রল পাম্পে নিয়ে যায়। মেয়েটির পরিবার জানায়, কিছুক্ষণের মধ্যেই শিশুটি কাঁদতে কাঁদতে ফিরে আসে এবং তাদের জানায় যে মেয়েটিকে দুইজন বাইকে করে তুলে নিয়ে গিয়েছে। ঘটনাস্থলে অনেক যাত্রী থাকলেও কেউ হস্তক্ষেপ করেনি বলে পরিবার জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে পুলিশকে অপহরণের অভিযোগ জানানো হয়।

পুলিশ ওই সিসিটিভি ফুটেজ পরীক্ষা করেছে ৷ অভিযুক্তদের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ অনুসারে ঘটনাটি ঘটেছে সোমবার সকাল 11টার দিকে গোয়ালিয়রের ঝাঁসি রোড থানা এলাকার চন্দ্রবদনি ব্লকের কাছে। ভিন্দের আসওয়ার থানা এলাকার ভারাহ গ্রামের বাসিন্দা মেয়েটি তার পরিবারের সঙ্গে এক আত্মীয়কে দেখতে গোয়ালিয়রে এসেছিল বলেও জানিয়েছে পুলিশ। পরিবার জানিয়েছে, মেয়েটি এক শিশুকে পেট্রল পাম্পের কাছে একটি শৌচালয়ে নিয়ে গিয়েছিল। দুই মুখোশধারী লোক সেখানেই তাকে অপহরণ করে। গোয়ালিয়রের পুলিশ সুপার রাজেশ সিং চন্দেল জানান, একটি অপহরণ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পুলিশ সুপার জানান, পরিবারের সন্দেহ একই যুবক জড়িত থাকতে পারে। পুলিশ সব দিক থেকে মামলার তদন্ত করছি।

আরও পড়ুন

জেল থেকে সাক্ষীকে হুমকি ! কুখ্যাত গ্যাংস্টার ছোটা শাকিলের সহযোগীর বিরুদ্ধে এফআইআর মুম্বই পুলিশের

মণিপুরে গুলির লড়াইয়ে নিহত দুই, কাংপোকপি বনধের ঘোষণা আদিবাসী সংগঠনের

Last Updated : Nov 21, 2023, 9:49 AM IST

ABOUT THE AUTHOR

...view details