পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

SC Remove Justice Ganguly: নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে সরানো হয়নি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে, মত বিকাশ রঞ্জনের - নিয়োগ মামলা থেকে সরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতির সব মামলা থেকে সরানো হয়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ৷ সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ৷

Etv Bharat
আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

By

Published : Apr 28, 2023, 3:38 PM IST

Updated : Apr 28, 2023, 4:31 PM IST

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য

নয়াদিল্লি, 28 এপ্রিল: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরল নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা ? শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পর আইনজীবী মহলের অবশ্য ভিন্নমত দেখা গেল ৷ নিয়োগ দুর্নীতির যাবতীয় মামলাই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরে গিয়েছে তা মানতে রাজি নয় অনেকেই ৷

আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাথমিক প্রতিক্রিয়া অবশ্য জানাচ্ছেন, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা নয়, বরং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার এজলাস বদল করতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করেছে দেশের শীর্ষ আদালত ৷ এদিন সুপ্রিম কোর্টের শুনানি শেষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর কোনও হস্তক্ষেপ করা হয়নি ৷ আগামী দিনেও বিচারপতি যা যথার্থ মনে করবেন নির্দেশ দেবেন ৷" তাতেও হস্তক্ষেপ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি ৷

এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা এক মামলায় শীর্ষ আদালত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিয়েছে ৷ আর এই নির্দেশের খবর সামনে আসতেই দ্বিধাবিভক্ত আইনজীবী মহল ৷ আদেও রাজ্যের একাধিক নিয়োগ দুর্নীতি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরেছে, নাকি শুধু মাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলাটিই সরানো হয়েছে তা স্পষ্ট করতে পারছেন না আইনজীবীদের একাংশ ৷ অন্যদিকে নিয়োগ দুর্নীতি মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশ্য জানাচ্ছেন, সুপ্রিম কোর্টের অর্ডার কপি না-পাওয়া গেলে সবটা স্পষ্ট হবে না ৷ তবে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরেছে তা তিনি মানতে নারাজ ৷

এদিন মামলার শুনানি শেষে সুপ্রিম কোর্ট থেকে বেরিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, "এটা ঠিক নয় যে, সব মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরে গিয়েছে ৷ কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের রিপোর্ট দেখেছেন ৷ এরপরই হাইকোর্টের প্রধান বিচারপতিকে তাঁরা অনুরোধ করেছেন, সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি হচ্ছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলাটি করেছেন সেটিই শুধুমাত্র হাইকোর্টের অন্য কোনও বিচারপতির এজলাসে দেওয়া হোক ৷ অন্তত রায় শুনে সেটাই আমার মনে হয়েছে ৷" পাশাপাশি তিনি বলেন, "নিয়োগ দুর্নীতির যে মামলা চলছিল সেই সব নিয়ে কোনও রায় সুপ্রিম কোর্ট দেয়নি বলেই আমার মনে হয় ৷ আমার ধারণা এই একটি মামলার বেঞ্চই বদল হবে ৷" সেই সঙ্গে, সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গে তৃণমূল যেভাবে প্রতিক্রিয়া দিচ্ছে নাম না-করে এদিন তারও পালটা কটাক্ষ করেছেন বিকাশ ভট্টাচার্য ৷ তিনি বলেন, "এই রায় নিয়ে দুর্নীতিবাজদের উল্লসিত হওয়ার কোনও কারণ নেই ৷"

আরও পড়ুন: সাক্ষাৎকারের তরজমা ও সুপ্রিম কোর্টে পাঠানো রিপোর্ট চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Last Updated : Apr 28, 2023, 4:31 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details