পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Woman Thrashed: পাড়ার যুবকের সঙ্গে কথা বলার শাস্তি ! মহিলাকে অর্ধনগ্ন করে বেধড়ক মার, সারারাত বেঁধে রাখা হল গাছে - বিহার

Half Naked Woman Thrashed in Bihar: মণিপুরে দুই মহিলার উপর চরম নির্যাতনের ঘটনার পর এ বার বিহারে সামনে এল মহিলাদের উপর অত্যাচারের আরও একটি ঘটনা ৷ সেখানে এক মহিলাকে অর্ধনগ্ন করে বেধড়ক মারধর করা হল ৷

Woman Thrashed
মহিলাকে অর্ধনগ্ন করে বেধড়ক মার

By

Published : Aug 3, 2023, 3:33 PM IST

শিবহার (বিহার), 3 অগস্ট: মণিপুরের পর এ বার বিহার ৷ আবারও আক্রান্ত মহিলা ৷ গ্রামের এক যুবকের সঙ্গে কথা বলায় এক বিবাহিত মহিলাকে অর্ধনগ্ন করে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ৷ শুধু তাই নয়, তাঁকে সারারাত একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বলে অভিযোগ ৷ বিহারের শিবহার এলাকার ঘটনা ৷

অর্ধনগ্ন করে মহিলাকে মারধর: শিবহারের একটি গ্রামের পঞ্চায়েতে একজন মহিলার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয় ৷ এরপর তাঁকে অর্ধনগ্ন করে মারধর করা হয়, তাঁর সব গয়না কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ । শুধু তাই নয়, ওই মহিলার কাছ থেকে নগদ দুই হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ ৷

রাতভর বেঁধে রাখা হল গাছে: অভিযোগ, গ্রাম পঞ্চায়েতে ওই মহিলাকে লাঞ্ছিত করার একদিন আগে তাঁর শ্বশুর ও দেওর মিলে তাঁকে নির্দয়ভাবে মারধর করেন । এতেই ক্ষান্ত হননি তাঁরা ৷ এরপর সারারাত ওই মহিলাকে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে বেঁধে রাখা হয় । এই ঘটনার পরে নির্যাতিতা মহিলা থানায় এফআইআর দায়ের করে অভিযোগ জানান তাঁর শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ৷

গ্রামের এক যুবকের সঙ্গে কথা বলার শাস্তি: ওই মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, তাঁর স্বামী মদ্যপানে আসক্ত এবং জুয়াড়ি । নানা সমস্যা থাকায় ওই মহিলা তাঁর মামার বাড়িতে থাকতেন । 27 জুলাই তিনি শ্বশুর বাড়িতে আসেন । এ সময় গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর কথা হয় । এই কারণেই তাঁর উপর ক্ষেপে যান শ্বশুরবাড়ির লোকেরা ৷ শ্বশুর, জামাই ও দেওর মিলে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাঁকে নির্দয়ভাবে মারধর করেন বলে অভিযোগ করেছেন ওই মহিলা । তিনি অভিযোগে জানান যে, সারা রাত তাঁকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে ।

আরও পড়ুন:শ্লীলতাহানির প্রতিরোধ করায় জোর করে খাওয়ানো হল স্যানিটাইজার ! মৃত কিশোরী

পঞ্চায়েতের সামনে মহিলাকে মারধর ও ছিনতাই: 27 জুলাই নির্যাতিতাকে লাঞ্ছিত করা হয় এবং 28 জুলাই গ্রামে একটি পঞ্চায়েত বা সালিশি সভা বসানো হয় ৷ সেখানে গ্রামের মাথাদের উপস্থিতিতে সবার সামনে ওই মহিলাকে অর্ধনগ্ন করে মারধর করা হয় । তাঁর গয়না খুলে নেওয়া হয় । কেড়ে নেওয়া হয় তাঁর মঙ্গলসূত্র । এরপর লাথি ও ঘুষি মেরে ফের চলে দেদার মারধর ৷

7 জনের বিরুদ্ধে এফআইআর:ওই মহিলা কোনওরকমে আহত অবস্থায় সদর হাসপাতালে পৌঁছন ৷ সেখানে চিকিৎসার পর 30 জুলাই নির্যাতিতা থানায় পৌঁছে এফআইআর দায়ের করেন । মহিলা থানার ওসি কোমল রানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি । এই ঘটনায় সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ।

মহিলা থানার প্রধান কোমল রানি বলেছেন, "এক মহিলার সঙ্গে মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে । সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে । বিষয়টির তদন্ত করা হচ্ছে । অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে ।"

ABOUT THE AUTHOR

...view details