সমস্তিপুর, 30 জুন:ঋণের জালে জর্জড়িত হয়ে প্রাণ দেওয়ার খবর মাঝেমধ্যেই শোনা যায় ৷ বিহারের এক মহিলা দেনার দায়ে রক্ত দিতে উদ্যত হলেন ৷ না, রক্তদান নয় ৷ রক্ত বিক্রি করে ঋণের কিস্তি মেটাতে চেয়েছিলেন তিনি ৷ তাঁর এই প্রস্তাব শুনে অবাক হয়ে যান হাসপাতালের কর্মীরা ৷
রক্ত বিক্রির সিদ্ধান্ত: বিহারের ওয়ারিশনগরের বাসিন্দা গুলনাজ দেবী ৷ চাষবাসের খরচের জন্য তিনি 35,000 টাকা ঋণ নিয়েছিলেন ৷ সেই ঋণের একটি কিস্তি শোধ করার জন্য তাঁর 11,000 টাকার প্রয়োজন ছিল ৷ সেই টাকা জোগাড় করতে সব রকম চেষ্টা চালিয়েছিলেন ওই মহিলা ৷ কিন্তু অন্য কোনও ভাবে টাকা জোগাড় করতে না পেরে, বাধ্য হয়ে নিজের রক্ত বিক্রি করার সিদ্ধান্ত নেন তিনি ৷ যেই ভাবা সেই কাজ ৷ তিনি তাঁর স্বামী এবং দুই সন্তানকে নিয়ে সোজা চলে যান সদর হাসপাতালে ৷
গুলনাজ দেবী বলেন, "আমি কৃষি সরঞ্জাম কেনার জন্য একটি গ্রুপ লোন নিয়েছিলাম । কিন্তু, আমি কৃষিতে যথেষ্ট লাভ করতে পারিনি । আমাকে আজ 11,000 টাকার কিস্তি দিতে হবে । আমাকে এর জন্য টাকার ব্যবস্থা করতে হবে ।" তাই স্বামী কমলেশ রাম ও দুই সন্তানকে নিয়ে সদর হাসপাতালে যান তিনি । তাঁর রক্ত বিক্রি করার প্রস্তাবে অবাক হয়ে যান হাসপাতালের কর্মীরা ৷