বেগুসরাই (বিহার), 15 সেপ্টেম্বর: ট্রেনের যাত্রীর থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে চরম অভিজ্ঞতা হল এক ছিনতাইবাজের (Bihar Train Mobile Robbery)৷ বিহারের বেগুসরাইয়ে ট্রেনের জানলা দিয়ে যাত্রীর মোবাইল টেনে নিয়ে পালাতে গিয়ে তিনি হাতেনাতে ধরা পড়ে যান ৷ এরপর তাঁকে শাস্তি দিতে শক্ত করে তাঁর হাতটা ধরে রাখেন যাত্রীরা ৷ ওই অবস্থায় ছেড়ে দেয় ট্রেন ৷ টানা 15 কিলোমিটার ওই ভাবেই চলন্ত ট্রেন থেকে ঝুলতে থাকেন ছিনতাইবাজ ৷ তাঁকে ছেড়ে দেওয়ার জন্য কাকুতি মিনতি করলেও তাতে যাত্রীদের মন ভেজেনি ৷ ভয়ংকর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Running Train And Snatcher Viral Video)৷
চলন্ত ট্রেনের জানলা দিয়ে মোবাইল, সোনার হার টেনে নিয়ে যাওয়ার ঘটনা এ দেশে নতুন নয় ৷ তবে বিহারে এ বার যা ঘটল, তা নিঃসন্দেহে মনে ভয় ধরাবে ছিনতাইবাজদের ৷ এক ছিনতাইবাজ ট্রেনের বাইরে থেকে এক যাত্রীর মোবাইল ছিনতাই করার জন্য টান মারতেই তাঁর হাত ধরে ফেলেন ওই যাত্রী ৷ সঙ্গে সঙ্গে ছিনতাইবাজের আরেকটি হাতও অপর এক যাত্রী ধরে ফেলেন ৷ এরই মধ্যে ট্রেনটি স্টেশন ছেড়ে দেয় ৷ তাঁকে ছেড়ে দেওয়ার জন্য আর্জি জানাতে থাকেন ছিনতাইবাজ ৷ তাঁকে বলতে দেখা গিয়েছে, "আমার হাত ভেঙে যাবে...ছেড়ে দাও ৷" তবে তাঁর কথায় আমল দেননি যাত্রীরা ৷ তাঁরা হাত ছাড়েননি ছিনতাইবাজের ৷ তাঁকে শাস্তি দিতে তাঁর হাত শক্ত করে ধরে রাখা হয় ৷ আর বিদ্যুৎ গতিতে ছুটে চলে ট্রেন (Thief hanging moving train in begusarai)৷