পটনা, 10 ফেব্রুয়ারি:বিহার (Bihar Senior IPS officer) পুলিশের প্রধানের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন শীর্ষ আইপিএস অফিসার বিকাশ বৈভব (IPS Officer Accuses DG of Harassment)৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিযোগে সরব হন তিনি ৷ যদিও ওই আইপিএস অফিসার পরে সেই পোস্টটি মুছে ফেলেছেন বলে জানিয়েছে একটি সূত্র ৷ ক্ষোভ প্রকাশ করে বিকাশ বৈভব (Vikas Vaibhav) জানান যে, তাঁর সেরাটা দেওয়ার পরেও তিনি ডিজি ম্যাডাম শোভা ওহটকারের হেনস্থার শিকার হচ্ছেন (IPS officer wants to go on leave)৷
ডিজির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আইপিএস অফিসারের: বর্তমানে বিকাশ বৈভব হোম গার্ড এবং দমকলের ইন্সপেক্টর জেনারেল (আইজি)-এর পদে রয়েছেন । সূত্র জানিয়েছে, বৈভবের সঙ্গে ডিজির সম্পর্ক ভালো ছিল না । নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে বৈভব বলেন, "ভালো কাজ করা সত্ত্বেও আমি মানসিক হেনস্থার সম্মুখীন হচ্ছি ।" ডিজি ম্যাডাম ওহাটকর তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ করে ক্ষুব্ধ আইপিএস অফিসার বলেন যে, "আমার কাছে তাঁর (ডিজি) খারাপ কথার রেকর্ডিং আছে ।"
ডিজির গালিগালাজের রেকর্ড আছে বলে দাবি: বৈভব তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, "আমি 2022 সালের 18 অক্টোবর হোমগার্ড এবং ফায়ার সার্ভিস বিভাগের আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করি । তারপর থেকে আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমার নতুন দায়িত্ব পালন করছিলাম । কিন্তু আমার নতুন পদে যোগদানের পর থেকে ডিজি ম্যাডামের অসংসদীয় ভাষার সম্মুখীন হয়েছি । এটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । একটা রেকর্ড করা মেসেজ আমার কাছে আছে । খুবই হতাশ বোধ করছি । প্রতিদিনের এই কষ্ট থেকে বেরিয়ে আসার কথা ভাবছি ।"