নয়া দিল্লি, 19 জুন : বিহারে 2021-এর প্রথম পাঁচ মাসে 75 হাজার মানুষের মৃত্যুর কারণ জানা যায়নি ৷ কাকতালীয়ভাবে অধিকাংশ মৃত্যুর ঘটনাই ঘটেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় ৷ সম্প্রতি এই তথ্যই সামনে এসেছে ৷ মৃত্যুর এই সংখ্যা করোনায় সরকারিভাবে মৃত্যুর পরিসংখ্যানের দশ গুণ ৷ প্রশ্ন উঠছে, বিহার সরকার কি এই মৃত্যুমিছিল গুণতির বাইরে রেখেছিল ?
জানা গিয়েছে, 2019 এর জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 1 লাখ 3 হাজার মানুষের মৃত্যু হয়েছে বিহারে ৷ 2021-এর জানুয়ারি-মে-র মধ্যে মৃতের সংখ্যা ছিল 2 লাখ 2 হাজার ৷ কিন্তু বিহার সিভিল রেজিস্ট্রেশন সিস্টেমের সংখ্যাতত্ত্বে 82 হাজার 500-এর পার্থক্য দেখা যাচ্ছে ৷