বেগুসারাই (বিহার), 17 মার্চ:শিশুর বিরুদ্ধে অভিযোগ দায়ের পুলিশের ৷ এমন অদ্ভুত ঘটনা ঘটেছে বিহারের বেগুসরাইতে ৷ এখানে পুলিশ 2 বছরের এক শিশুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷ বৃহস্পতিবার এক মহিলা তাঁর 4 বছর বয়সি সন্তানকে নিয়ে জামিনের আবেদন করতে বেগুসরাইয়ের আদালতে ছোটেন ৷ কারণ ? যখন এই ছেলেটি যখন দু'বছর বয়স ছিল, তখন তার বিরুদ্ধে বেগুসরাইয়ের মফস্বলী থানায় মামলা দায়ের হয়েছিল (Bihar Police filed criminal case against 2 yr old child over allegedly breaking the barricade) ৷
2021 সালের 10 এপ্রিল একটি শিশুর বিরুদ্ধে মামলা দায়ের হয় ৷ সেই মামলায় বৃহস্পতিবার আদালতে শিশুর জামিনের আবেদন জানান মা ৷ ওই বছর বিহারের বেগুসরাই মফস্বলী থানা এই শিশুটি-সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে ৷ ওই শিশুর বিরুদ্ধে পুলিশের অভিযোগ, করোনার সংক্রমণ তুঙ্গে থাকার সময় মানুষের অবাধ যাতায়াত নিয়ন্ত্রণে পুলিশ কোথাও কোথাও ব্যারিকেড দিয়েছিল ৷ আর সেই ব্যারিকেড ভেঙে ফেলে এই শিশুটি ৷