বৈশালী, 6 নভেম্বর: ‘ছট মাইয়া’র কাছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য শক্তি চেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ তাঁকে এই নিয়ে পালটা জবাব দিতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন নীতীশের মন্ত্রী অশোক চৌধুরী ৷ তিনি একেবারে অমিত শাহের মৃত্যু কামনা করলেন ৷
তিনি বলেন, ‘‘আমি মা দুর্গার কাছে প্রার্থনা করব যাতে তাঁকে (অমিত শাহ) মেরে ফেলে ৷ মা যেভাবে মহিষাসুরকে মেরে ছিলেন, সেইভাবেই যেন তাঁকে মেরে ফেলেন, সেই প্রার্থনাই করব ৷’’
অশোক চৌধুরী বিহারের নির্মাণশিল্প দফতরের মন্ত্রী ৷ তিনি বিহারের বৈশালীতে সাংবাদিকদের কাছে এই কথা বলেন ৷ অমিত শাহকে সরাসরি মহিষাসুরের সঙ্গে তুলনা করে তিনি আরও জানিয়েছেন যে তাঁর ইচ্ছা যাতে পূরণ হয়, তার জন্য তিনি রোজ মা দুর্গার কাছে প্রার্থনা করবেন ৷ আর অমিত শাহের মৃত্যু কামনা করবেন ৷
পাশাপাশি বিজেপিকে রাজনৈতিক আক্রমণও তিনি করেছেন ৷ তাঁর কথায়, "বিজেপি এতটাই দুর্বল যে ওই দল বিহারে একটি আসনও জিততে পারবে না । তাই ওই দল তাঁর মন্ত্রীদের একবার বা দু’বার নয়, পঞ্চাশ থেকে একশোবার নিয়ে আসছে ।"