বৈশালী (বিহার), 15 ডিসেম্বর: বিষমদ কাণ্ডে (Poisonous Liquor) এবার বিতর্কিত মন্তব্য করলেন বিহারের শিল্পমন্ত্রী সমীর মহাশেঠ (Bihar Industry Minister Sameer Mahaseth) ৷ তাঁর দাবি, 'বিষাক্ত' মদ সহ্য করার জন্য শারীরিক সক্ষমতা (Body Strength) আগে তৈরি করা দরকার ৷ সম্প্রতি বিহারের ছাপরায় যে বিষমদ কাণ্ড ঘটেছে (Chhapra Hooch Tragedy), তারই প্রেক্ষিতে বুধবার এই মন্তব্য করেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Bihar CM Nitish Kumar) ক্যাবিনেটের এই সদস্য ৷
বিহারের হাজিপুরের কুশওয়াহা আশ্রমে রাজ্যস্তরের বল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় হাজির হয়েছিলেন ওই মন্ত্রী ৷ সেখানে আরও অনেক বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন ৷ সেখানেই এই মন্তব্য করেন সমীর মহাশেঠ ৷ তাঁর বক্তব্য, "বিহারে নিম্নমানের মদ আসছে ৷ এতে মানুষের শরীরে ধীরে ধীরে বিষক্রিয়া তৈরি হচ্ছে ।’’
যেহেতু তিনি একটি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ছিলেন, তাই খেলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন ৷ পাশাপাশি এই শারীরিক সক্ষমতার সঙ্গে বিষমদের বিষয়টি জুড়ে দেন ৷ তাঁর মতে, খেলাধুলা শরীরের শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সহায়তা করে, যা এই জাতীয় নকল মদ সহ্য করতে পারে ।