সারন (বিহার), 19 ডিসেম্বর: বিহারের বিষমদকাণ্ডে (Bihar Hooch Tragedy) জড়িত দুই মদ মাফিয়াকে গ্রেফতার করল বিশেষ তদন্তকারী দল ৷ সারন জেলায় বিষমদ খেয়ে মৃত্যু হয়েছে 70 জনের ৷ ওই ঘটনায় অভিযুক্ত অখিলেশ রাই ওরফে অখিলেশ কুমার যাদব ও অনিল সিং-কে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার সন্তোষ কুমার ৷ এ দিকে, শনিবার রাতে মানঝি থেকে একটি ট্রাক্টরে করে বিদেশি মদ (Liquor Seized) নিয়ে যাওয়া হচ্ছিল, সেটিও বাজেয়াপ্ত করেছে আবগারি দফতরের দল । সেই ট্রাক্টরটি আসছিল হরিয়ানা ও পঞ্জাব থেকে ৷ ট্রাক্টরটি থেকে উদ্ধার হওয়া মদের বাজার মূল্য প্রায় আট লাখ টাকা ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে যে, মদের চালানটি পঞ্জাব এবং বালিয়া থেকে আনা হয়েছিল । সারনে বিষমদ কাণ্ড নিয়ে জাতীয় ক্ষেত্রে তোলপাড় পড়ে যাওয়ার পর অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ ৷ বেআইনি মদের বাণিজ্য ও পাচারের সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাঁদের গ্রেফতার করতে শুরু হয় তল্লাশি অভিযান ৷ পুলিশের অপারেশন ক্লিন ড্রাইভে গত পাঁচ দিনে 350 জনকে গ্রেফতার করা হয়েছে ৷