পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Home Guard Jawan Kills Wife: স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারল হোমগার্ড জওয়ান ! - Bihar Home guard jawan allegedly kills wife

বিহারের আরায় (Home guard jawan wife suspicious death in Arrah) স্ত্রীকে বেধড়ক মারধর করে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক হোমগার্ড জওয়ানের বিরুদ্ধে (Home Guard Jawan Kills Wife)৷

Bihar Home guard jawan allegedly kills wife by burning her alive
স্ত্রীর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারল হোমগার্ড জওয়ান !

By

Published : Dec 2, 2022, 12:51 PM IST

আরা (বিহার), 2 ডিসেম্বর: স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল হোমগার্ড জওয়ানের বিরুদ্ধে (Bihar Home guard jawan allegedly kills wife)৷ মর্মান্তিক এই ঘটনা বিহারের আরাতে (Home guard jawan wife suspicious death in Arrah) ঘটেছে ৷ ওই জওয়ান স্ত্রীকে খুন করে ঘরে তালা দিয়ে পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ করেছেন তাঁর সন্তান ও মৃতার বাবা-মা (Home Guard Jawan Kills Wife)৷

আরার বারহারা ব্লকের মৌজমপুর গ্রামে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতার নাম রূপা দেবী, তাঁর বয়স 35 বছর ৷ তাঁর স্বামী অমর সিং পেশায় হোমগার্ড জওয়ান (Bihar Murder)৷ রূপা দেবীর মৃত্যুর খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় ৷ দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷

জানা গিয়েছে, 2006 সালে বাখোরাপুর গ্রামের বাসিন্দা বিনয় সিংয়ের মেয়ে রূপা দেবীর বিয়ে হয়েছিল মৌজমপুরের বাসিন্দা হোমগার্ড অমর সিংয়ের সঙ্গে । বিয়ের পর থেকেই অমর সিং তাঁর স্ত্রী রূপা দেবীর উপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ । গতকালও স্বামী-স্ত্রীর মধ্যে কোনও একটি বিষয়ে ঝামেলা হয়েছিল ৷ এরপর অমর প্রথমে তাঁর স্ত্রী রূপাকে বেধড়ক মারধর করেন এবং তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে তাঁকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:নয়ডায় হাড়হিম হত্যাকাণ্ড, প্রেমিকাকে বিয়ে করতে বান্ধবীকে খুন যুবকের !

জানা গিয়েছে, স্ত্রীকে খুন করার পর অমর ঘরের দরজায় তালা দিয়ে নাকি এলাকা ছেড়ে পালিয়ে যান । স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত অমর সিং সাহার থানায় হোমগার্ড জওয়ান হিসেবে কর্মরত । তিনি গতকাল মৌজমপুরে নিজের বাড়িতে গিয়েছিলেন । একইসঙ্গে, গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে নিহতের বাবা-মাকে খবর দেন । অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘরের তালা খোলে । তখনই রূপা দেবীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় ৷

পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ নিহতের শিশুসন্তান জানিয়েছে, গতকাল সকালে তার বাবা বাড়িতে এসে মাকে মারধর করে ৷ এরপর আজ সকালে তাঁকে হত্যা করে । নিহতের বৃদ্ধ বাবা দীনেশ সিং-এর অভিযোগ, বিয়ের পর থেকেই তাঁর জামাই মেয়েকে মারধর করতেন ।

ABOUT THE AUTHOR

...view details