নয়াদিল্লি, 1 এপ্রিল : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও তাঁর সরকারের বিরুদ্ধে বেআইনি মদের ব্য়বসা চালানোর অভিযোগ তুললেন জন অধিকারী পার্টির প্রধান পাপ্পু যাদব ৷ তাঁর দাবি, বেশি রাজস্ব আদায় করতেই বেআইনি মদের ব্য়বসায় মদত দিচ্ছে রাজ্যের সরকার ৷ সম্প্রতি বিষাক্ত চোলাই খেয়ে বিহারে প্রাণ যায় আটজনের ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই নীতিশ সরকারকে কাঠগড়ায় তোলেন পাপ্পু ৷
ইটিভি ভারতকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে পাপ্পু বলেন, প্রতি মাসেই বিষ মদ খেয়ে বিহারে 50 থেকে 70 জন মানুষের মৃত্য়ু হয় ৷ কিন্তু রাজ্যের সরকার তা ধামাচাপা দিতেই ব্যস্ত ৷ মৃত্য়ুর যে পরিসংখ্য়ান প্রকাশ্যে আসে, তা প্রকৃত সংখ্যার থেকে অনেকটাই কম বলে অভিযোগ পাপ্পুর ৷
এই প্রসঙ্গে পাপ্পু যাদব বলেন, ‘‘2016 সালে বিহারে মদ নিষিদ্ধ করে বিহার সরকার ৷ তা সত্ত্বেও প্রতি মাসে 50 থেকে 70 জন মানুষের মৃত্য়ু হচ্ছে ৷ এখন একজন বিশেষ ব্য়ক্তিকে নিয়োগ করা হয়েছে ৷ যিনি সরাসরি বাড়ি বাড়ি মদ সরবরাহ করছেন ৷ দুর্ভাগ্যের বিষয় হল, এভাবেই 50 কোটির ব্য়বসা চলছে ৷ প্রশাসনের মদত ছাড়া এমন অনিয়ম চলে কীভাবে ?’’