পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jitin Ram on Lord Ram : শ্রীরাম ভগবান নন, কাল্পনিক চরিত্র ; জিতিন রামের মন্তব্যে বিতর্ক - Bihar former CM Jitan Ram Manjhi kicks up a row saying Lord Ram is not a God

শ্রীরাম ভগবানই নন বলে দাবি করলেন হিন্দুস্তান আওয়াম মোর্চা বা হ্যামের সভাপতি জিতিন রাম মাঝি (the HAM president, Jitan Ram Manjhi) ৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতিন রাম শ্রীরামকে কাল্পনিক চরিত্র বলেও দাবি করেছেন ৷

bihar-former-cm-jitan-ram-manjhi-kicks-up-a-row-saying-lord-ram-is-not-a-god
Jitin Ram on Lord Ram : শ্রীরাম ভগবান নন, কাল্পনিক চরিত্র ; জিতিন রামের মন্তব্যে বিতর্ক

By

Published : Apr 15, 2022, 5:27 PM IST

জামুই (বিহার), 15 এপ্রিল : ভগবান শ্রীরামকে নিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতিন রাম মাঝি (Manjhi speaking about Lord Shri Ram) ৷ তাঁর দাবি, শ্রীরাম ভগবানই নন ৷

গতকাল, বৃহস্পতিবার ছিল ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরের 131তম জন্মজয়ন্তী ৷ সেই উপলক্ষ্যে বিহারের জামুই এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ ওই অনুষ্ঠানে হাজির হয়েই এই কথা বলেন হিন্দুস্তান আওয়াম মোর্চা বা হ্যামের সভাপতি জিতিন রাম (the HAM president, Jitan Ram Manjhi) ৷ তিনি বলেন, ‘‘ভগবান রামে আমার কোনও বিশ্বাস নেই ৷ তিনি ভগবান ছিলেন না ৷ কিন্তু আমি বাল্মিকী ও তুলসিদাসের কবিতার কাজে বিশ্বাস করি (I don't believe in Lord Ram, says Manjhi) ৷’’

তাঁর এই মন্তব্যের জেরে হইচই পড়েছে সর্বত্র ৷ যদিও বিহারের রাজনীতির খবর যাঁরা জানেন, তাঁদের কাছে এটা একেবারেই বিস্ময়কর নয় ৷ কারণ, এর আগেও তিনি ব্রাহ্মণ পুরোহিত ও শ্রীরামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ৷ সেই সময় ব্রাহ্মণ পুরোহিতদের সম্পর্কে তিনি বলেন, ‘‘যে ব্রাহ্মণ পুরোহিতেরা মাংস খান, মদ্যপান করেন এবং মিথ্যা বলেন, তাঁদের কোনও পুজো-অনুষ্ঠানে ডেকে আনা আসলে পাপ ৷’’

এছাড়াও তিনি জানিয়েছেন যে, সমাজের উচ্চবিত্তরা এই দেশে বহিরাগত ৷ আর তফশিলি জাতি-উপজাতি ও আদিবাসীরাই এই দেশের আসল বাসিন্দা ৷ একই সঙ্গে ধনী-দরিদ্রের সন্তানের শিক্ষার ফারাকও বুঝেয়েছেন বিআর আম্বেদকরের জন্মদিবসে ৷ শিক্ষার জন্য সমানাধিকারের দাবিতে সরবও হয়েছেন তিনি ৷

আরও পড়ুন :Pradhanmantri Sangrahalaya: নেহরু মিউজিয়ামের নাম পাল্টে প্রধানমন্ত্রী সংগ্রহালয়ের উদ্বোধন, মোদিকে কটাক্ষ কংগ্রেসের

ABOUT THE AUTHOR

...view details