পটনা, 2 ফেব্রুয়ারি: সোশাল মিডিয়ায় ভাইরাল আইএএস অফিসারের 'কীর্তি' । তারপরেই বিতর্কে বিহারের আবগারি প্রিন্সিপাল সেক্রেটারি (Department of Excise and Prohibition) কেকে পাঠক (Senior IAS officer KK Pathak) । সম্প্রতি একটি মিটিং চলাকালীন জুনিয়র অফিসারদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন তিনি । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো (Bihar Excise Secretary abuses officers at meeting) ।
এর আগেও বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন কেকে পাঠক । 1990 ব্যাচের আইএএস অফিসারের ফের এই কাণ্ডে বিতর্ক শুরু হয়েছে সরকারি স্তরে । মিটিংয়ে কেকে পাঠককে বলতে শোনা যায়, "আপনি কি কখনও চেন্নাইয়ের ট্র্যাফিক লাইটে কাউকে হর্ন বাজাতে দেখেছেন ? কিন্তু এখানে ট্র্যাফিক সিগন্যালে দাঁড়িয়ে লোকেরা হর্ন বাজাবে ।" ওই কথা বলার সময়ই বারবার অশ্রাব্য কিছু শব্দ ব্যবহার করতে শোনা যায় তাঁকে ।
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই বিতর্ক শুরু হয়েছে । কেকে পাঠকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আওয়াজও তুলেছেন অনেক। ঘটনার বিষয়ে বিহারের আবগারি মন্ত্রী সুনীল কুমার বলেন, "এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে । আমি ভিডিওটি সম্পর্কে শুনেছি । আমি ভিডিয়োটি দেখব । যা কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার তা নেওয়া হবে । এ ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না ।”