পশ্চিমবঙ্গ

west bengal

কংগ্রেস নেতৃত্বের উদাসীনতা নিয়ে সরব কপিল সিব্বল

By

Published : Nov 16, 2020, 3:55 PM IST

গত 10 নভেম্বর বিহার নির্বাচনের ভোটের ফল বেরিয়েছে ৷ যেখানে মহাজোটের অন্য়তম শরিক RJD সবচেয়ে বেশি 75 টি আসন পেয়েছে ৷ ভালো ফল করেছে বামপন্থী দলগুলিও ৷ সেখানে 70 টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 19টি আসন পেয়েছে কংগ্রেস ৷ আর তারপরেই কংগ্রেসের ভিতরে শুরু হয়েছে চর্চা।

bihar-election-result-kapil-sibal-on-congress-poll-washout-constrained-to-express-publicly
কংগ্রেস নেতৃত্বের উদাসীনতা নিয়ে সরব কপিল সিবল

কলকাতা, 16 নভেম্বর : বিহার নির্বাচনের ফলাফলে মুখ পুড়েছে কংগ্রেসের ৷ এনিয়ে ঘরে-বাইরে সর্বত্র শুরু হয়েছে সমালোচনা। এই পরিস্থিতিতে এবার কংগ্রেসকে চাঙ্গা করতে অভিজ্ঞ কারো হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার কথা বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ কপিল সিব্বল ৷ পাশাপাশি শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর বার্তা, দলীয় সংগঠনে অভ্য়ন্তরীণ পর্যালোচনা এবং শীর্ষ নেতৃত্বের মনোভাব বদলের সময় এসেছে ৷

10 নভেম্বর বিহার নির্বাচনের ফল বেরিয়েছে ৷ যেখানে মহাজোটের অন্য়তম শরিক RJD সবচেয়ে বেশি 75 টি আসন পেয়েছে ৷ ভালো ফল করেছে বামপন্থী দলগুলিও ৷ সেখানে 70 টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 19টি আসন পেয়েছে কংগ্রেস ৷ আর তারপরেই কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে চর্চা। এবার সরাসরি দলীয় নেতৃত্বকে নিশানা করে কপিল সিব্বল বললেন, সাংগঠনিক ক্ষেত্রে, সংবাদমাধ্য়মে এমনকী মানুষ যাঁদের কথা শুনতে চায়, সেইসব সক্রিয় নেতাকে কংগ্রেসের উপরের সারিতে তুলে আনা হোক ৷ তাঁরাই কংগ্রেসে প্রয়োজনীয় সংস্কারের কাজ করবেন ৷

কংগ্রেস শীর্ষ নেতৃত্বের গাছাড়া মনোভাবের সমালোচনাও করেন সিব্বল ৷ তাঁর মতে, শীর্ষ নেতৃত্বের এমন একটি মনোভাব, যেন বড় কোনও অঘটন ঘটেনি ৷ পাশাপাশি যে সব রাজ্য়ে কংগ্রেস এখনও দ্বিতীয় শক্তিশালী দল, সেখানেও মানুষ কংগ্রেসের উপর আস্থা হারাচ্ছেন ৷ এর স্বপক্ষে বিহার নির্বাচন ছাড়াও দেশজোড়া উপনির্বাচনগুলির ফলাফলকেও তুলে ধরেন তিনি ৷ যেমন গুজরাত, রাজস্থান যেখানে কংগ্রেস শক্তিশালী সেখানেও হাত শিবির পিছিয়ে পড়েছে ৷ সে সব রাজ্য়ে কংগ্রেস মানুষের প্রত্য়াশা পূরণে ব্য়র্থ হচ্ছে বলে মনে করেন তিনি ৷

কপিল সিব্বলের এদিনের এই মন্তব্য়গুলি কার্যত গান্ধি পরিবারকে নিশানা করে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ এমনকী কয়েকমাস আগে শীর্ষ নেতৃত্বে রদবদল সহ বিপুল সংস্কারের দাবি জানিয়ে কংগ্রেস হাইকমান্ডকে চিঠি দিয়েছিলেন কংগ্রেসের একাধিক নেতা ৷

ABOUT THE AUTHOR

...view details