কলকাতা, 16 নভেম্বর : বিহার নির্বাচনের ফলাফলে মুখ পুড়েছে কংগ্রেসের ৷ এনিয়ে ঘরে-বাইরে সর্বত্র শুরু হয়েছে সমালোচনা। এই পরিস্থিতিতে এবার কংগ্রেসকে চাঙ্গা করতে অভিজ্ঞ কারো হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার কথা বললেন প্রাক্তন কংগ্রেস সাংসদ কপিল সিব্বল ৷ পাশাপাশি শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর বার্তা, দলীয় সংগঠনে অভ্য়ন্তরীণ পর্যালোচনা এবং শীর্ষ নেতৃত্বের মনোভাব বদলের সময় এসেছে ৷
10 নভেম্বর বিহার নির্বাচনের ফল বেরিয়েছে ৷ যেখানে মহাজোটের অন্য়তম শরিক RJD সবচেয়ে বেশি 75 টি আসন পেয়েছে ৷ ভালো ফল করেছে বামপন্থী দলগুলিও ৷ সেখানে 70 টি আসনে প্রার্থী দিয়ে মাত্র 19টি আসন পেয়েছে কংগ্রেস ৷ আর তারপরেই কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে চর্চা। এবার সরাসরি দলীয় নেতৃত্বকে নিশানা করে কপিল সিব্বল বললেন, সাংগঠনিক ক্ষেত্রে, সংবাদমাধ্য়মে এমনকী মানুষ যাঁদের কথা শুনতে চায়, সেইসব সক্রিয় নেতাকে কংগ্রেসের উপরের সারিতে তুলে আনা হোক ৷ তাঁরাই কংগ্রেসে প্রয়োজনীয় সংস্কারের কাজ করবেন ৷