পটনা, 3 নভেম্বর : আজ বিহারে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন । রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, তিন দফার বিহার বিধানসভার নির্বাচনের মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে দ্বিতীয় দফা । বিহারের 17 টি জেলার 94 টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ হবে । আজ নির্বাচনী ময়দানে নামতে চলেছেন প্রায় দেড় হাজার প্রার্থী । আর তাঁদের ভাগ্য পরীক্ষার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চলেছেন 2 কোটি 85 লাখেরও বেশি মানুষ ।
28 অক্টোবর প্রথম দফার ভোটে 55.68 শতাংশ ভোট পড়েছিল । এবার দ্বিতীয় দফার ভোটে সবার নজর থাকবে তেজস্বী যাদবের দিকে । লালুপুত্র তথা RJD-বাম-কংগ্রেস মহাজোট ক্ষমতায় এলে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার কথা রয়েছে তেজস্বীর । বৈশালী জেলার রঘোপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন । নজর থেকে লালুর আর এক ছেলে তেজপ্রতাপের দিকেও । তিনি লড়ছেন সমস্তিপুর জেলার হাসনপুর বিধানসভা কেন্দ্র থেকে ।