পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিহারে দুরদর্শনের মাধ্যমে নবম ও দশম শ্রেণির ভার্চুয়াল ক্লাস

বর্তমানে করোনা সংক্রমণের জেরে দেশের প্রতিটি রাজ্য বন্ধ স্কুল ৷ একই পরিস্থিতি বিহারেও ৷ তাই বিহারের উঁচু ক্লাসের পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি যাতে না হয় তার ব্যবস্থা করল প্রশাসন ৷ ডিডি বিহার চ্যানেলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভার্চুয়াল ক্লাস হবে ৷ এই ভার্চুয়াল ক্লাস করাতে ইউনিসেফ সহায়তা করছে বিহার সরকারকে ৷

By

Published : May 25, 2021, 9:17 PM IST

bihar-education-project-council-is-starting-virtual-learning-for-students-in-classes-9-to-12-through-doordarshan
বিহারে দুরদর্শনের মাধ্যমে নবম ও দশম শ্রেণির ভার্চুয়াল ক্লাস

পটনা, 25 মে : এবার ভার্চুয়াল ক্লাস শুরু হয়েছে বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিল ৷ দুরদর্শনে (ডিডি বিহার) নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এই ভার্চুয়াল ক্লাস হচ্ছে ৷ সোমবার থেকে এই ক্লাস শুরু হয়েছে ৷ পড়াশোনার যে ক্ষতি হয়েছে, তা পূরণ করতেই বিহার সরকারের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে ৷

বর্তমানে করোনা সংক্রমণের জেরে দেশের প্রতিটি রাজ্য বন্ধ স্কুল ৷ একই পরিস্থিতি বিহারেও ৷ তাই বিহারের উঁচু ক্লাসের পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি যাতে না হয় তার ব্যবস্থা করল প্রশাসন ৷ ডিডি বিহার চ্যানেলে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ভার্চুয়াল ক্লাস হবে ৷ এই ভার্চুয়াল ক্লাস করাতে ইউনিসেফ সহায়তা করছে বিহার সরকারকে ৷ বিহার এডুকেশন প্রজেক্ট কাউন্সিলের তরফে জানানো হয়েছে ৷ কোনও কারণে পড়ুয়ারা ক্লাস করতে না পারলেও সমস্যা হবে না ৷ কারণ ‘মেরা দুরদর্শন-মেরা বিদ্যালয়’ নামের এই ভার্চুয়াল ক্লাসের পুনঃসম্প্রচার করা হবে ৷ সেই সঙ্গে, প্রধান শিক্ষক, শিক্ষক এবং অভিভাবকদের কাছে অনুরোধ করা হয়েছে, পড়ুয়ারা যেন সঠিক সময়ে ক্লাসগুলি করতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details