পটনা, 22 জুন: দেশের প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক বিষয় সামলানোর ক্ষেত্রে বিরোধী শিবিরে এমন অনেক নেতা আছেন, যাঁরা নরেন্দ্র মোদির থেকেও বেশি দক্ষ ৷ আর এই বিষয়টা কেউ অস্বীকার করতে পারবে না ৷ বিরোধী শিবিরের বৈঠকের আগের দিন একটি সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ৷ শুক্রবার পটনায় এই বৈঠক হওয়ার কথা ৷ এর আহ্বায়ক বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার ৷
এপ্রিল মাসে জেডি(ইউ) প্রধান নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন ৷ সেই সময় তাঁর সঙ্গে ছিলেন লালু-পুত্র আরজেডি নেতা তেজস্বী ৷ দীর্ঘ জল্পনার পর আগামিকাল পটনায় এই বৈঠক হওয়ার কথা ৷ বিরোধীদের একজোট করায় তাঁদের ভূমিকার কথা তোলেন তেজস্বী ৷ তিনি জানান, বিহারে বিজেপি-জেডি(ইউ) জোট ভেঙে নীতীশ কুমার আরজেডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ৷ মহাগঠবন্ধন সরকার তৈরি হয়েছে ৷ সেদিন থেকেই তাঁরা চেষ্টা করছেন কীভাবে লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী জোট গঠন করা যায় ৷ বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনা যায় ৷
আরও পড়ুন: পটনায় অবিজেপি বিরোধীদের বৈঠকে মমতার সঙ্গে থাকছেন অভিষেকও
তেজস্বীর দাবি, এই বৈঠকে মোদিকে নিয়ে কথা হবে না ৷ অংশগ্রহণকারী নেতারা নিজেদের মতামত জানাবেন ৷ আর আগামী নির্বাচনের মূল বিষয় নিয়ে আলোচনা হবে ৷ বিরোধী শিবিরে নরেন্দ্র মোদিকে টেক্কা দেবেন এমন নেতা আছে কি ? এই প্রশ্ন বারবার উঠলেও তেজস্বীর মত, বিরোধীদের মধ্যে বহু নেতা প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক বিষয়ে নরেন্দ্র মোদির থেকে অনেক বেশি অভিজ্ঞ ৷
আরও পড়ুন: 23 জুন পটনায় বিরোধী বৈঠক, কতটা বদলাবে রাজনৈতিক সমীকরণ ?
সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসও এই বৈঠকে অংশ নেবে ৷ সভাপতি মল্লিকার্জুন খাড়গে অথবা প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি না থাকলেও কোনও শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে অনুমান করা হচ্ছে ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পটনায় যাচ্ছেন ৷ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, ডিএমকে প্রধান তথা তামিলনাড়ুর মুখ্য়মন্ত্রী এমকে স্তালিন, এসসিপি প্রধান শরদ পাওয়ার, মেহবুবা মুফতি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, শিবসেনা (বালাসাহেব উদ্ধব ঠাকরে) প্রধান উদ্ধব ঠাকরের থাকার কথা ৷ ভারতীয় রাষ্ট্র সমিতি বা বিআরএস, আম আদমি পার্টি আপের পক্ষে কেউ আসবেন না এই বিরোধী বৈঠকে ৷