মধুবনী (বিহার), 23 সেপ্টেম্বর : শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্তকে গ্রামের মহিলাদের ময়লা কাপড় কেচে ইস্ত্রি করে দিতে হবে ৷ এই শর্ত মানলে তবেই মিলবে জামিন ৷ বিহারের একটি আদালত বছর কুড়ির এক অভিযুক্তকে এই শর্তেই জামিন দিল ৷
মধুবনী জেলার (Madhubani) মাজহাউড়া গ্রামের বাসিন্দা লালনকুমার সাফির (20) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয় থানায় ৷ তার বিরুদ্ধে স্থানীয় লাউকাহা বাজার এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৷ পেশায় ধোপা এই যুবককে গত 19 এপ্রিল গ্রেফতার করা হয় ৷ এর মধ্যে তাকে আদালতে তোলা হয় ৷ জামিনের আবেদন করলে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ তাকে নির্দেশ দেন, মাজহাউড়া গ্রামের সমস্ত মহিলার নোংরা কাপড় তাকে বিনা পারিশ্রমিকে কেচে এবং ইস্ত্রি করে দিতে হবে ৷ সেই শর্তেই তাকে জামিন দেওয়া হয়েছে ৷ আদালতের নির্দেশে বলা হয়েছে, আদালতের এই আদেশ পঞ্চায়েতের প্রধানের কাছে পাঠানো হবে যাতে নিশ্চিত করা যায় যে অভিযুক্ত আদালতের নির্দেশ মেনে চলছে ৷