পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nitish Mansuri Controversy অহিন্দু মন্ত্রীকে নিয়ে বিষ্ণুপদ মন্দিরের গর্ভগৃহে, বিতর্কে নীতীশ কুমার

মহাগঠবন্ধন সরকার গড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ কুমার ৷ এবার তিনি তাঁর মন্ত্রিসভার সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রীকে নিয়ে মন্দিরের একেবারে গর্ভগৃহে ঢুকলেন ৷ যেখানে অহিন্দুদের প্রবেশ নিষেধ লেখা রয়েছে (Nitish Mansuri Controversy) ৷

Vishnupad Temple Nitish Kumar
বিষ্ণুপদ মন্দিরে নীতীশ কুমার

By

Published : Aug 23, 2022, 12:12 PM IST

গয়া, 23 অগস্ট: মন্দিরে অহিন্দু মন্ত্রীকে নিয়ে গিয়ে বিতর্কে জড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ সোমবার মুখ্যমন্ত্রী গয়ায় বিষ্ণুপদ মন্দিরে যান ৷ সেখানে তিনি গর্ভগৃহে ঢোকেন এবং দেবাদিদেব মহাদেবের পুজো করেন ৷ তাঁর সঙ্গে ছিলেন তথ্য এবং প্রযুক্তি মন্ত্রী মহম্মদ ইসরাইল মনসুরি ৷ এদিকে মন্দিরের দরজায় পরিষ্কার লেখা আছে 'অহিন্দু প্রবেশ নিষেধ' ৷ মন্দির কর্তৃপক্ষ নীতীশ কুমারের কাছ থেকে ক্ষমা দাবি করেছেন এবং এর বিরুদ্ধে পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন (Bihar CM Nitish Kumar sparks controversy as over Muslim Minister in Vishnupad temple Gaya) ৷

এই ঘটনায় স্বভাবতই মাঠে নেমেছে গেরুয়া শিবির ৷ নীতিশ কুমার যখন শিবের মাথায় দুধ ঢেলে পুজো করছেন, সেই সময় তাঁর পিছনেই দাঁড়িয়ে রয়েছেন মহম্মদ ইসরাইল মনসুরি ৷ এই ভিডিয়োয় সামনে এসেছে ৷ সোশাল মিডিয়ায় এ নিয়ে প্রবল সমালোচনা চলছে ৷

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু ও মুসলমানের সমান অধিকার, বার্তা শেখ হাসিনার

বিষ্ণুপদ মন্দিরের সম্পাদক গজাধর লাল পাঠক বলেন, "মুখ্যমন্ত্রী নীতীশ কুমার মন্ত্রী মনসুরিকে নিয়ে মন্দিরের (Vishnupad temple) গর্ভগৃহে ঢুকেছেন ৷ এটা আইন বিরোধী ৷ পরিষ্কার করে লেখা আছে অহিন্দুদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ৷" তিনি কোটি কোটি হিন্দুর ভাবাবেগে আঘাত হেনেছেন ৷ সবার কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত, জানান গজাধর লাল ৷

বিহারের গয়ায় বিষ্ণুপদ মন্দিরে শিবের আরাধনায় নীতীশ কুমার, পিছনেই মহম্মদ ইসরাইল মনসুরি

বিরোধী বিজেপি শিবির এই সুযোগ হাতছাড়া করেনি ৷ মধুবনীর বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুর বলেন, "মনসুরির এখনই ইস্তফা দেওয়া উচিত ৷ তিনি পবিত্র মন্দিরের নিয়ম লঙ্ঘন করেছেন ৷ মন্দিরে অন্য সম্প্রদায়ের লোককে নিয়ে ঢুকে নীতীশ কুমার পাপ করেছেন ৷" এদিকে যাঁকে নিয়ে এই বিতর্ক সেই মহম্মদ ইসরাইল মনসুরি বলেন, "এটা কাকতালীয় যে আমি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে বিষ্ণুপদ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি ৷"

ABOUT THE AUTHOR

...view details