পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bihar Hooch Tragedy: মদ খেলে মরবে, কোনও আর্থিক সাহায্য নয়; বিষমদ-কাণ্ডে মন্তব্য নীতীশের - Bihar CM Nitish Kumar

বিহারের ছাপরায় বিষমদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 53 (Chhapra hooch tragedy) ৷ বিতর্ক তৈরি হয়েছে এই নিয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যে (Bihar CM Nitish Kumar) ৷ অন্যদিকে, এই ঘটনায় বিহার সরকারকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ৷

ETV Bharat
Bihar Hooch Tragedy

By

Published : Dec 16, 2022, 4:41 PM IST

Updated : Dec 16, 2022, 5:50 PM IST

মদ খেলে মরবে, বিষমদকাণ্ডে মন্তব্য নীতীশের

পটনা, 16 ডিসেম্বর: বিহারের ছাপরায় বিষ মদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল 53 (Chhapra hooch tragedy) ৷ বিষয়টি নিয়ে শুক্রবার বিধানসভাতেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে নীতীশ কুমারকে (Nitish Kumar) ৷ ঘটনাটিকে 'গণহত্যা' বলে দাবি করছে নীতীশ কুমারের বিরোধীরা ৷ এদিন লোকসভায় এই বিষয়টি তোলেন ঔরঙ্গাবাদের বিজেপি সাংসদ সুশীল কুমার সিং ৷ এই ঘটনায় বিহার সরকার ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ৷

ছাপরার বিষমদ-কাণ্ডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি তুলেছে বিজেপি ৷ এই প্রসঙ্গে এদিন বিধানসভায় কড়া বিবৃতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar said no compensation for death due to consuming alcohol) ৷ তিনি বলেন, "মদ খেলে মরবে, এই ঘটনা তুলে ধরে আমরা আরও এর প্রচার করব ৷ মদ খেয়ে কেউ মারা যাবেন আর আমরা আর্থিক সাহায্য করব! এর কোনও প্রশ্নই নেই ৷ আমরা মদের বিরোধী ৷ মদ খেলে মরতে হবে ৷ বিষমদ খেয়ে কেউ মারা গেলে তাঁর প্রতি সহানুভূতি দেখানো উচিত নয় ৷"

আরও পড়ুন: বিষমদ সহ্য করার জন্য শারীরিক সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন, মন্তব্য বিহারের শিল্পমন্ত্রীর

বিহার বিষমদ-কাণ্ডে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 18 জন ৷ বিষমদের কারবার করায় 126 জনকে গ্রেফতার করেছে বিহার পুলিশ ৷ প্রায় 4 হাজার লিটার চোলাই মদ নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন সারান জেলার জেলাশাসক রাজেশ মিনা ৷

Last Updated : Dec 16, 2022, 5:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details