পটনা, 16 ডিসেম্বর: বিহারের ছাপরায় বিষ মদকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল 53 (Chhapra hooch tragedy) ৷ বিষয়টি নিয়ে শুক্রবার বিধানসভাতেও বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে নীতীশ কুমারকে (Nitish Kumar) ৷ ঘটনাটিকে 'গণহত্যা' বলে দাবি করছে নীতীশ কুমারের বিরোধীরা ৷ এদিন লোকসভায় এই বিষয়টি তোলেন ঔরঙ্গাবাদের বিজেপি সাংসদ সুশীল কুমার সিং ৷ এই ঘটনায় বিহার সরকার ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন ৷
ছাপরার বিষমদ-কাণ্ডে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি তুলেছে বিজেপি ৷ এই প্রসঙ্গে এদিন বিধানসভায় কড়া বিবৃতি দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar said no compensation for death due to consuming alcohol) ৷ তিনি বলেন, "মদ খেলে মরবে, এই ঘটনা তুলে ধরে আমরা আরও এর প্রচার করব ৷ মদ খেয়ে কেউ মারা যাবেন আর আমরা আর্থিক সাহায্য করব! এর কোনও প্রশ্নই নেই ৷ আমরা মদের বিরোধী ৷ মদ খেলে মরতে হবে ৷ বিষমদ খেয়ে কেউ মারা গেলে তাঁর প্রতি সহানুভূতি দেখানো উচিত নয় ৷"