নয়াদিল্লি, 10 সেপ্টেম্বর: ‘ইন্ডিয়া’ জোটের মুখ্যমন্ত্রীদের সঙ্গে নয় ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে দেখা গেল বিজেপি মুখ্যমন্ত্রী এবং অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ৷ শনিবার রাতে রাষ্ট্রপতির উদ্যোগে আয়োজিত জি20 শীর্ষ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন দেশের সকল মুখ্যমন্ত্রীরা ৷ সেখানে উপস্থিত ছিলেন নীতীশ ৷ এমনকী এনডিএ জোট থেকে বেরিয়ে আসার পর, প্রথমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হল তাঁর ৷ মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নীতীশের আলাপও করিয়ে দেন মোদি ৷
রাষ্ট্রপতির আমন্ত্রণে দেশের প্রায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা জি20’র নৈশভোজে বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সামিল হয়েছিলেন ৷ অতিথি আপ্যায়নে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রীও ৷ সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো নীতীশ কুমারের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন নরেন্দ্র মোদি ৷ এমনকী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নীতীশের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী ৷ কিন্তু, যে বিষয়টি সবচেয়ে বেশি নজরে এসেছে তা হল, নীতীশের এনডিএ শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা ৷
আলাপচারিতা হোক বা নৈশভোজের টেবিল ৷ নীতীশের সঙ্গীদের তালিকায় ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রীরা ৷ অশ্বিনী চৌবে, সুপ্রিয়া সুলেদের সঙ্গে তাঁকে খোশ মেজাজে দেখা গিয়েছে ৷ সঙ্গে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ তবে, যে বিষয়টি সবচেয়ে বেশি করে রাজনৈতিক মহলের নজরে এসেছে তা হল, নৈশভোজের টেবিলে নীতীশ বিজেপি মন্ত্রীদের সঙ্গেই বসেছিলেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী সুপ্রিয়া সুলে, নিশীথ প্রামাণিক, শান্তনু ঠাকুর এবং অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব র্শমার সঙ্গে নৈশভোজ সারেন তিনি ৷