পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Nitish Meets CPI-ML leader: দিল্লিতে এবার সিপিআই-এমএল নেতার সাক্ষাতে নীতীশ - সিপিআইএমএল

বিরোধীদের জোটবদ্ধ করতে জোর তৎপরতা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar)৷ দিল্লিতে এ বার সিপিআই-এমএল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের (Dipankar Bhattacharya) সঙ্গে দেখা করেন তিনি (Nitish Meets CPI-ML leader)৷

Bihar CM Nitish Kumar meets CPI-ML leader Dipankar Bhattacharya in Delhi
দিল্লিতে এবার সিপিআই-এমএল নেতার সাক্ষাতে নীতীশ

By

Published : Sep 7, 2022, 3:03 PM IST

নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)৷ নয়াদিল্লি সফরে গিয়ে রাহুল গান্ধি, সীতারাম ইয়েচুরি-সহ একের পর এক নেতাদের সঙ্গে দেখা করছেন তিনি (Nitish Meets CPI-ML leader)৷ আজ সকালে তিনি দেখা করলেন সিপিআই-এমএল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের (Dipankar Bhattacharya) সঙ্গে ৷

বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে নতুন সরকার গড়ার পর থেকে নরেন্দ্র মোদির দলের বিরুদ্ধে খড়গহস্ত জেডি(ইউ) নেতা নীতীশ কুমার ৷ বিহারে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করার পর চার দিনের নয়াদিল্লি সফরে যান তিনি ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে ঘুঁটি সাজাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM)৷ তিনি একের পর এক বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করছেন ৷

মঙ্গলবার তিনি দেখা করেছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গে ৷ ইয়েচুরির সঙ্গে দেখা করার পর নীতীশ বলেন, "আমরা একসঙ্গে আছি ৷ আর সে জন্যই আমি এখানে এসেছি ৷" সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, "যদি বামদলগুলি, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি ও কংগ্রেস একজোট হয়, তবে সেটা খুব বড় ব্যাপার হতে পারে ৷ এই নিয়েই আমরা আলোচনা করেছি ৷"

আরও পড়ুন:ইয়েচুরির সাক্ষাতে নীতীশ, বাম-কংগ্রেস-আঞ্চলিক দলগুলিকে একজোট হওয়ার ডাক

বিহারে নীতীশ কুমারের বর্তমান সরকারকে বাইরে থেকে সমর্থন দিচ্ছেন বামেদের 16 জন বিধায়ক ৷ এর মধ্যে রয়েছেন সিপিআই-এমএল (লিবারেশন) -এর 12 জন বিধায়ক, দুজন সিপিআই বিধায়ক ও একজন সিপিআইএম বিধায়ক ৷ সোমবার দিল্লি পৌঁছে রাহুল গান্ধির সঙ্গেও দেখা করেন নীতীশ কুমার ৷

এর আগে পটনায় জেডিইউ’র জাতীয় কর্মসমিতির বৈঠকে নীতীশ দাবি করেছিলেন, 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা 50-এ নেমে আসতে পারে ৷ বিরোধীদের জোটবদ্ধ হওয়ার ডাক দিয়ে তিনি বলেন, "দেশের সব বিরোধী রাজনৈতিক দলকে এক করতে আমরা কাজ করছি ৷ আমরা কয়েকদিন আগেই তেলাঙ্গানার মুখ্য়মন্ত্রী কে চন্দ্রশেখর রাও-এর সঙ্গে কথা বলেছি ৷ সেই সঙ্গে বাকি বিরোধী রাজনৈতিক দলগুলির নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছি ৷ যদি বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হয়ে লড়াই করে তবে 2024 সালে তাদের আসন সংখ্যা 50-এ নেমে আসবে ৷"

ABOUT THE AUTHOR

...view details