নয়াদিল্লি, 7 সেপ্টেম্বর: লোকসভা নির্বাচনের আগে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে বদ্ধপরিকর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)৷ নয়াদিল্লি সফরে গিয়ে রাহুল গান্ধি, সীতারাম ইয়েচুরি-সহ একের পর এক নেতাদের সঙ্গে দেখা করছেন তিনি (Nitish Meets CPI-ML leader)৷ আজ সকালে তিনি দেখা করলেন সিপিআই-এমএল সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের (Dipankar Bhattacharya) সঙ্গে ৷
বিহারে বিজেপির সঙ্গে জোট ভেঙে নতুন সরকার গড়ার পর থেকে নরেন্দ্র মোদির দলের বিরুদ্ধে খড়গহস্ত জেডি(ইউ) নেতা নীতীশ কুমার ৷ বিহারে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের বাড়িতে তাঁর সঙ্গে দেখা করার পর চার দিনের নয়াদিল্লি সফরে যান তিনি ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলিকে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে ঘুঁটি সাজাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী (Bihar CM)৷ তিনি একের পর এক বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করছেন ৷
মঙ্গলবার তিনি দেখা করেছেন সিপিআইএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও সিপিআই-এর সাধারণ সম্পাদক ডি রাজার সঙ্গে ৷ ইয়েচুরির সঙ্গে দেখা করার পর নীতীশ বলেন, "আমরা একসঙ্গে আছি ৷ আর সে জন্যই আমি এখানে এসেছি ৷" সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেছেন, "যদি বামদলগুলি, বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি ও কংগ্রেস একজোট হয়, তবে সেটা খুব বড় ব্যাপার হতে পারে ৷ এই নিয়েই আমরা আলোচনা করেছি ৷"