পটনা, 30 এপ্রিল : শুক্রবার করোনায় মৃত্যু হল বিহারের মুখ্য সচিব অরুণকুমার সিংয়ের ৷ করোনা আক্রান্ত হয়ে গত চারদিন ধরে তিনি পটনার এক হাসপাতালে ভর্তি ছিলেন ৷ সেখানেই চিকিৎসা চলছিল তাঁর ৷ এদিন হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর ৷
জনতা দল ইউনাইটেড সুপ্রিমো নীতিশ কুমার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই চলতি বছরের ফেব্রুয়ারিতেই অরুণকুমার সিং বিহারের মুখ্য সচিব হিসাবে নিয়োজিত হয়েছিলেন ৷ তিনি 1985 সালের আইএএস ব্যাচের অফিসার ছিলেন ৷