নাগৌর (রাজস্থান), 16 মার্চ: বিয়েতে যৌতুক 3.21 কোটি টাকার (Myra Amount Crosses 3 Crores)৷ শুনে চোখ কপালে উঠলেও এমনই ঘটেছে রাজস্থানের নাগৌরে (Rajathan News)৷ বুরদি গ্রামের এক কৃষক পরিবারের তিন ভাই মিলে বোনের মেয়ের বিয়েতে 3.21 কোটি টাকার যৌতুক দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন ৷
যৌতুকে রয়েছে রিং রোডে 16 বিঘা খামারের জমি এবং একটি 30 লাখের প্লট, 41 তোলা সোনা, 3 কেজি রূপা, একটি নতুন ট্রাক্টর এবং ধান ভর্তি ট্রলি, একটি স্কুটি এবং গ্রামের প্রতিটি পরিবারকে একটি রূপার মুদ্রা । ভানওয়ারলাল গানওয়া এবং তাঁর তিন ছেলে হরেন্দ্র, রামেশ্বর এবং রাজেন্দ্র এই যৌতুক দিয়েছেন ৷ কৃষক পরিবার হলেও 3,500 বিঘা জমির মালিক হওয়ায় তাঁরা আর্থিক দিক থেকে বেশ ধনী ৷
ভানওয়ারলাল গারওয়ার মেয়ে অনুষ্কা এবং ধিংসারির বাসিন্দা কৈলাসের মধ্যে বিয়ে হয় । কনের দাদা এবং মামারা বিয়ের আচার মেনে অনুষ্কাকে নগদ 80 লক্ষ টাকা, গয়না, প্লটের কাগজপত্র ও ট্র্যাক্টর যৌতুক দিয়েছে ৷ এই আচার বা প্রথা ওই এলাকায় পরিচিত মামেরা বা মায়রা হিসেবে ৷ এই প্রথায় বর বা কনের মামা তাঁদের বিয়েতে ভাগ্নি বা ভাগ্নেকে উপহার দেন । মায়রার মধ্যে ছিল কনের দিদার পরিবারকে দেওয়া জমি, সঙ্গে ছিল পুরো গ্রামের জন্য রুপোর মুদ্রা যা একটি প্লেটের উপর সাজিয়ে রাখা ছিল ৷
ভানওয়ারলাল বলেছেন, "এটি আমার বোনের মেয়ের বিয়ে এবং আমি একে স্মরণীয় করে রাখতে চেয়েছিলাম । আমি যা করতে পেরেছি তা দিয়েছি এবং আমি বিশ্বাস করি যে বর এবং কনে উভয়েই সুখী হবে । আমি তাঁদের খুব সুখী বিবাহিত জীবন কামনা করি ৷"