হায়দরাবাদ, 3 নভেম্বর:রেভ পার্টি নিয়ে বিতর্কেবিগবস জয়ী সোশাল মিডিয়া সেনসেশন এলভিস যাদব ৷ তাঁর বিরুদ্ধে এবার সাপের বিষ নিয়ে রেভ পার্টি করার অভিযোগ ৷ যদিও ইনস্টাগ্রাম ও এক্স হ্যান্ডেলে অভিযোগ অস্বীকার করেছেন এলভিস যাদব ৷ তদন্তে সহযোগিতা করতেও প্রস্তুত বলে তিনি জানিয়েছেন ৷
এলভিস যাদবের বিরুদ্ধে মামলা: শুক্রবারের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাদব-সহ আরও 5 অভিযুক্ত আছে ৷ তাদের বিরুদ্ধে দিল্লি এনসিআর এলাকায় সাপের বিষ দিয়ে নেশার করার অভিযোগ ৷ নিষিদ্ধ মাদক সেবন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে নয়ডা পুলিশ মামলা রুজু করেছে ৷ এই পার্টি থেকে 20 মিলি লিটার সাপের বিষ, পাঁচটি কোবরা-সহ 9টি সাপ উদ্ধার হয়েছে এই রেভ পার্টি থেকে ৷ সেইসঙ্গে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
ইতিমধ্যেই বিজেপি সাংসদ মানেকা গান্ধি অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ৷ তিনি তাঁর স্বেচ্ছাসেবী সংগঠন পিপল ফর অ্যানিম্যালসের তরফ থেকে একটি মামলাও করেছেন অভিযুক্ত এলভিস যাদবের বিরুদ্ধে ৷ মানেকা গান্ধির দাবি, তাঁর দল আগে থেকেই আন্দাজ করেছিল একটি রেভ পার্টি করা হচ্ছে ৷ সেখানে মাদক হিসাবে সাপের বিষ থাকবে ৷ সেই মতোই নজরদারি চলছিল ৷ তারাই পুলিশে খবর দেয় ৷ প্রাণীগুলির সঙ্গে ঘৃণ্য আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি ৷