দিল্লি/দেরাদুন, 20 ফেব্রুয়ারি:সম্ভাবনাময় তরুণদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ কর্মসংস্থান তৈরির জন্য পরিকাঠামো ক্ষেত্রে বিপুল বিনিয়োগ হয়েছে ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তরাখণ্ডের কর্মসংস্থান মেলায় (Uttarakhand Rojgar Mela) যোগ দিয়ে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi at Uttarakhand Rojgar Mela)। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার লক্ষাধিক যুবককে চাকরি দিয়েছে । বিজেপি শাসিত প্রতিটি রাজ্যে কর্মসংস্থান হয়েছে বলে দাবি করেন তিনি ।
সামর্থ্য ও আগ্রহ অনুযায়ী যুবকদের কর্মসংস্থান: সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তরাখণ্ডের কর্মসংস্থান মেলায় (Uttarakhand Employment Fair) বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি বলেন যে, কেন্দ্রীয় সরকার হোক বা উত্তরাখণ্ডের বিজেপি সরকার, তাদের নিরন্তর চেষ্টা থাকে প্রতিটি যুবকের সামনের এগিয়ে যাওয়ার নতুন সুযোগ ও পথ নিশ্চিত করা । তাঁদের আগ্রহ এবং ক্ষমতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয় ।
'বিজেপি সরকার লক্ষাধিক চাকরি দিয়েছে': প্রধানমন্ত্রী এ দিন বলেছেন যে, গত কয়েক মাসে কেন্দ্রীয় সরকার কয়েক লক্ষ যুবককে নিয়োগপত্র অর্থাৎ চাকরি দিয়েছে । রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে যেখানেই বিজেপির সরকার আছে, সেই সমস্ত জায়গায় বড় চাকরির সুযোগ তৈরি করা হয়েছে এবং কর্মসংস্থানমুখী প্রচার চালানো হচ্ছে ।