নয়া দিল্লি, 9 মে : দিল্লির রাকাবগঞ্জ গুরুদ্বারে নবনির্মিত কোভিড কেয়ার সেন্টারে 2 কোটি টাকা দান করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ৷ দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মঞ্জিনদার শিখ সিরসা জানান, 300 শয্যা, অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসক, প্যারামেডিক এবং অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আগামী সোমবার অর্থাৎ কাল থেকেই এই সেন্টার শুরু হবে ৷ সেখানেই এই অর্থ সাহায্য করেছেন বিগ বি ৷
তিনি আরও জানান, শ্রী শুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার ফেসেলিটিতে এই 2 কোটি টাকা দান করার সময় বিগ বি'কে বলতে শোনা যায়, 'শিখরা কিংবদন্তি, তাদের সেবার জন্য স্যালুট ৷' নিজের টুইটার হ্যান্ডেল এই খবর তিনি শেয়ারও করেন ৷