পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিড মোকাবিলায় 2 কোটি সাহায্য বিগ বি'র - corona

দিল্লির রাকাবগঞ্জে 300 শয্যার নবনির্মিত একটি কোভিড কেয়ার সেন্টারে 2 কোটি দান করলেন অমিতাভ বচ্চন ৷

কোভিড মোকাবিলায় 2 কোটি সাহায্য বিগ বি'র
কোভিড মোকাবিলায় 2 কোটি সাহায্য বিগ বি'র

By

Published : May 9, 2021, 10:31 PM IST

নয়া দিল্লি, 9 মে : দিল্লির রাকাবগঞ্জ গুরুদ্বারে নবনির্মিত কোভিড কেয়ার সেন্টারে 2 কোটি টাকা দান করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ৷ দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মঞ্জিনদার শিখ সিরসা জানান, 300 শয্যা, অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসক, প্যারামেডিক এবং অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে আগামী সোমবার অর্থাৎ কাল থেকেই এই সেন্টার শুরু হবে ৷ সেখানেই এই অর্থ সাহায্য করেছেন বিগ বি ৷

তিনি আরও জানান, শ্রী শুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার ফেসেলিটিতে এই 2 কোটি টাকা দান করার সময় বিগ বি'কে বলতে শোনা যায়, 'শিখরা কিংবদন্তি, তাদের সেবার জন্য স্যালুট ৷' নিজের টুইটার হ্যান্ডেল এই খবর তিনি শেয়ারও করেন ৷

সিরসা জানান, বিগ বি দেশের বাইরে থেকে অক্সিজেন কনসেনট্রেটর আনার ব্যবস্থা করে দিয়েছেন ৷ দিল্লিতে যখন অক্সিজেনের সমস্যা প্রকট ছিল তখন অমিতাভ প্রত্যেকদিন তাঁকে ফোন করে সেন্টারের কাজ কত দূর এগোল তার খোঁজ নিয়েছেন ৷

আরও পড়ুন: উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 4 হাজার ছুঁই ছুঁই, রাজ্যে আজও 19 হাজারের বেশি

ABOUT THE AUTHOR

...view details