হনুমানগড় (রাজস্থান), 29 অক্টোবর:ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের 7 জনের। রাজস্থানের হনুমানগড়ে শনিবার রাতে গাড়িতে ধাক্কা মারল ট্রাক। তার জেরে চার মহিলা ও এক নাবালিকা-সহ মোট 7 জনের প্রাণ গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, দ্রুত গতিতে গাড়িটিকে অতিক্রম করার চেষ্টা করে ট্রাকের চালক। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে। তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা। নিহত 7 জনই গাড়িতে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় আরও 2 জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর থেকেই ট্রাক চালকের খোঁজ মিলছে না। এদিকে এই ঘটনায় এক শিশু-সহ আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। আপাতত তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। প্রথমে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নততর চিকিৎসার জন্য তাঁদের বিকানেরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনে অন্যত্রও নিয়ে যাওয়া হতে পারে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ সুপার রাজীব প্রচার। জেলা প্রশাসনের আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির দিকে নজর রাখছেন। ঠিক কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘাতক ট্রাক-চালকের খোঁজ শুরু হয়েছে। হনুমানগড় টাউন থানার আধিকারিক বেদপাল শ্রীভান জানান, অতিক্রম করতে গিয়েই এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 60 বছর বয়সি পরমজিং কৌর। তাঁর দুই ছেলে রামপাল ও কুশবেন্দ্ররও মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। মৃত্যু হয়েছে রামপালেরএবং কুশবেন্দ্রর স্ত্রীরও। পাশাপাশি কুশবেন্দ্রর বছর পাঁচেকের ছেলে মনজিতেরও প্রাণ কেড়েছে এই ভয়াবহ পথ দুর্ঘটনা।