পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhupesh Baghel on Rahul Gandhi: প্রধানমন্ত্রী পদে রাহুলই প্রথম পছন্দ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর - কংগ্রেসের 85তম মহাধিবেশন

রাহুল গান্ধির নেতৃত্বেই লড়াই হোক চব্বিশের লোকসভা নির্বাচন ৷ ভোটে জিতে প্রধানমন্ত্রী হোন রাহুল গান্ধি ! দলের অন্য নেতা, কর্মীদের তিনিও এমনটাই চান বলে স্পষ্ট করে দিলেন ভূপেশ বাঘেল (Bhupesh Baghel comments on Rahul Gandhi) ৷

Bhupesh Baghel demands to fight 2024 General Election under Rahul Gandhi leadership
ফাইল ছবি

By

Published : Feb 26, 2023, 7:20 PM IST

রায়পুর, 26 ফেব্রুয়ারি: "আমরা (কংগ্রেসিরা) মনে প্রাণে চাই, আগামী সাধারণ নির্বাচন রাহুল গান্ধির নেতৃত্বেই লড়াই হোক ৷ আমরা চাই, রাহুল আমাদের নেতৃত্ব দিন এবং আগামিদিনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷" কংগ্রেসের 85তম মহাধিবেশন বা প্লেনারি সেশনে (Congress 85th Plenary Session) যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দলের অন্যতম প্রবীণ নেতা তথা ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel comments on Rahul Gandhi) ৷

কংগ্রেসের অন্য়ান্য নেতার মতো ভূপেশ বাঘেলও মনে করেন, 'ভারত জোড়ো যাত্রা' রাহুল গান্ধির মাস্টার স্ট্রোক ! এই কর্মসূচির পর রাহুল গান্ধি ও কংগ্রেসের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক বেড়েছে বলেও দাবি করেছেন তিনি ৷ এই প্রেক্ষাপটে আয়োজিত কংগ্রেসের এবারের মহাধিবেশন সম্পর্কে ভূপেশ বলেন, তেইশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা ভোটই এবারের এই অধিবেশনের অন্যতম প্রধান ইস্যু ৷ তারপরই ভূপেশ বলেন, দলের নেতা-কর্মীরা সকলেই চান, রাহুল গান্ধির নেতৃত্বে পরবর্তী ভোটের ময়দানে নামুক কংগ্রেস ৷ কারণ, ভারত জোড়ো যাত্রার পর পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে ৷ গোটা দেশ এখন কংগ্রেসের দিকে তাকিয়ে আছে বলেও বার্তা দিয়েছেন ভূপেশ ৷

আরও পড়ুন:কাশ্মীরের মন বোঝেন না মোদি, বিশেষ অধিবেশনে দাবি রাহুলের

এর পাশাপাশি, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর দাবি, আগামী লোকসভা নির্বাচন ইভিএমের বদলে পুরনো দিনের মতো ব্যালট পেপারেই করা হোক ৷ কারণ, ইভিএমে বোতাম টেপার পর ভোট আদৌ নিজের পছন্দের প্রার্থীর ঝুলিতে গেল কিনা, সেটা সবসময় বোঝা যায় না ৷ কিন্তু, ব্যালটে অন্তত তা দেখতে পাওয়া যায় ৷ তাই নির্বাচনী ব্যবস্থাপনায় ব্যালট ফিরিয়ে আনা দরকার বলেই মনে করেন ভূপেশ ৷ যদিও একইসঙ্গে তাঁর অনুমান, ব্য়ালটে ভোট করানোর আবেদন কখনই সরকারি বা প্রশাসনিক স্তরে গ্রাহ্য করা হবে না ৷

এদিকে, চলতি বছরই ভোট হবে ছত্তিশগড়ে ৷ ভূপেশ বাঘেলের দাবি, এই রাজ্য কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, আছে ও থাকবে ! আসন্ন নির্বাচনেও রাজ্যে কংগ্রেসেরই জয়জয়কার হবে বলেও দাবি করেন ভূপেশ ৷ জানিয়ে দেন, তাঁর কাছে দলের জয় সবথেকে গুরুত্বপূর্ণ ৷ সেক্ষেত্রে তাঁকে যে দায়িত্ব পালন করতে দেওয়া হবে, দলের একজন সৈনিক হিসাবে তিনি সেই দায়িত্বই পালন করে যাবেন ৷

ABOUT THE AUTHOR

...view details