রায়পুর, 26 ফেব্রুয়ারি: "আমরা (কংগ্রেসিরা) মনে প্রাণে চাই, আগামী সাধারণ নির্বাচন রাহুল গান্ধির নেতৃত্বেই লড়াই হোক ৷ আমরা চাই, রাহুল আমাদের নেতৃত্ব দিন এবং আগামিদিনে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷" কংগ্রেসের 85তম মহাধিবেশন বা প্লেনারি সেশনে (Congress 85th Plenary Session) যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দলের অন্যতম প্রবীণ নেতা তথা ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel comments on Rahul Gandhi) ৷
কংগ্রেসের অন্য়ান্য নেতার মতো ভূপেশ বাঘেলও মনে করেন, 'ভারত জোড়ো যাত্রা' রাহুল গান্ধির মাস্টার স্ট্রোক ! এই কর্মসূচির পর রাহুল গান্ধি ও কংগ্রেসের জনপ্রিয়তা আগের তুলনায় অনেক বেড়েছে বলেও দাবি করেছেন তিনি ৷ এই প্রেক্ষাপটে আয়োজিত কংগ্রেসের এবারের মহাধিবেশন সম্পর্কে ভূপেশ বলেন, তেইশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা ভোটই এবারের এই অধিবেশনের অন্যতম প্রধান ইস্যু ৷ তারপরই ভূপেশ বলেন, দলের নেতা-কর্মীরা সকলেই চান, রাহুল গান্ধির নেতৃত্বে পরবর্তী ভোটের ময়দানে নামুক কংগ্রেস ৷ কারণ, ভারত জোড়ো যাত্রার পর পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে ৷ গোটা দেশ এখন কংগ্রেসের দিকে তাকিয়ে আছে বলেও বার্তা দিয়েছেন ভূপেশ ৷