পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bhupendra Patel: দুপুর 2টোয় গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ ভূপেন্দ্র প্যাটেলের

আজ দ্বিতীয়বার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে (Chief Minister of Gujarat) শপথ নেবেন বিজেপির ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তিনি এদিন শপথবাক্য পাঠ করবেন । দুপুর 2টোয় গান্ধিনগরের নতুন সচিবালয়ের কাছে হেলিপ্যাডের মাঠে হবে তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠান (Bhupendra Patel oath taking ceremony) ৷

Bhupendra Patel
Bhupendra Patel

By

Published : Dec 12, 2022, 10:24 AM IST

গান্ধিনগর, 12 ডিসেম্বর: আজ গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)। এই নিয়ে দ্বিতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসছেন তিনি । দুপুর 2টোয় গান্ধিনগরের নতুন সচিবালয়ের কাছে হেলিপ্যাডের মাঠে রাজ্যপাল আচার্য দেবব্রত (Governor Acharya Devvrat) 18তম মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্রকে শপথবাক্য পাঠ করাবেন ।

এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) এবং বিজেপি-শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা (Chief Ministers of BJP-led states) । ভূপেন্দ্রর সঙ্গেই শপথ নেবেন মন্ত্রিসভার আরও 20 জন সদস্য (Bhupendra Patel to take oath as Chief Minister of Gujarat) ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে পর দিনই তাঁরাও নিজ নিজ অফিসের দায়িত্ব নেবেন বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:আদিভূমে 'গেরুয়া' ঝড় ! একাধিক আসনে 'রেকর্ড' মার্জিনে জিতেছে পদ্মের প্রার্থীরা

এবারের বিধানসভা নির্বাচনে গুজরাতে রেকর্ড 156 আসনে জয় পেয়েছে বিজেপি । শতাংশের বিচারে বিজেপির প্রাপ্ত ভোট গড়েছে নয়া রেকর্ড । ঘাটলোডিয়া কেন্দ্র থেকে 1.9 লাখ ভোটে জিতেছেন ভূপেন্দ্র প্যাটেল । সেখানে বিপক্ষের কংগ্রেস প্রার্থী আমিবেন যান্ত্রিক মাত্র 21 হাজার 267টি ভোট পেয়েছেন । আর আম আদমি পার্টির প্রার্থী মাত্র 14 হাজার 35টি ভোট পেয়েছেন। বিজয় রূপানির পদত্যাগের পর 2021 এর সেপ্টেম্বরে প্রথমবারের জন্য গুজরাতের মুখ্যমন্ত্রী পদে বসেন ভূপেন্দ্র (Bhupendra Patel oath taking ceremony) । আর এবার নির্বাচনে বড় ব্যবধানে জিতে মন্ত্রিসভাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন ভূপেন্দ্র ।

ABOUT THE AUTHOR

...view details