গান্ধিনগর, 8 ডিসেম্বর: গুজরাতে বিজেপির ক্ষমতায় ফেরা মোটের উপর নিশ্চিত ৷ বৃহস্পতিবার ফলের ট্রেন্ড তেমনটাই বলছে ৷ ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সভাপতি রাজনাথ সিং দাবি করেছেন, তাদের সামনে কেউ দাঁড়াতে পারবে না ৷ ইতিমধ্যেই বিরাট ব্যবধানে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ এবার তাঁর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিনও প্রায় ঠিক করে ফেলেছে গেরুয়া শিবির ৷ জানা গিয়েছে, 11 অথবা 12 ডিসেম্বর মোদি-রাজ্যে শপথ নিতে পারেন ভূপেন্দ্র (Bhupendra Patel set to take oath as CM on Dec 11 or 12) ৷
সকাল 8টায় ভোটগণনা শুরু হয়েছে ৷ দুপুর দেড়টায় প্রকাশিত ফলাফলে গুজরাতে বিজেপি 106টি আসনে জয়ী হয়েছে ৷ কংগ্রেস অনেকটাই পিছনে, 14টি আসন জিততে পেরেছে ৷ এর মধ্যে কেজরিওয়ালের আপ মোদি-রাজ্যে খাতা খুলে আপাতত 2টি আসনের দখল নিয়েছে ৷