পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 15, 2022, 12:50 PM IST

ETV Bharat / bharat

BHU controversy : রামের ছবিতে নিজের মুখ, বিতর্কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ভিস্যুয়াল আর্টসের বিভাগের একটি প্রদর্শনী চলছে ৷ সেখানে ভিস্যুয়াল আর্টস বিভাগের এক অধ্যাপক সুপার ইমপোজ করে ভগবান রামের ছবিতে নিজের মুখ বসিয়েছেন বলে অভিযোগ (Banaras Hindu University controversy) ৷ পড়ুয়ারা বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ৷

bhu teacher allegedly puts his picture on lord rams painting
BHU controversy : রামের ছবিতে নিজের মুখ, বিতর্কে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

বারাণসী, 15 ফেব্রুয়ারি :বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভিস্যুয়াল আর্টসের একটি প্রদর্শনীকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে (Banaras Hindu University controversy) ৷ অভিযোগ, ভিস্যুয়াল আর্টস বিভাগের অমরেশ কুমার নামে একজন সহকারি অধ্যাপক শ্রী রামের ছবিতে সুপার ইমোজ করে নিজের মুখ বসিয়েছেন ৷ আর সীতার ছবিতে একই ভাবে তাঁর স্ত্রীর মুখ বসিয়ে দিয়েছেন ৷

এই ছবি দেখে পড়ুয়ারা ক্ষুব্ধ (Trouble brews in Banaras Hindu University) ৷ তাঁদের দাবি, অমরেশ কুমার নামে ওই অধ্যাপক তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন (inciting religious sentiments of Hindu) ৷ তাই ওই অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ৷ যদিও অমরেশ কুমারের দাবি, ভগবান রাম সকলের আরাধ্য দেবতা ৷ তাই তিনি এই বিষয়টিকে খুব বড় করে দেখছেন না ৷ এই বিষয়ে তিনি এর থেকে বেশি কিছু বলতে চাননি ৷

এদিকে এই ইস্যুতে এখনও পর্যন্ত নীরব বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৷ কিন্তু ক্ষোভে ফুঁসছেন ছাত্রছাত্রীরা ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে তাঁরা এই ইস্যুতে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন ৷

আরও পড়ুন :Fodder Scam Case : পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালু প্রসাদ যাদব

ABOUT THE AUTHOR

...view details