পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশে সংক্রমণ বৃদ্ধিতে দায়ি YSRCP সরকার : চন্দ্রবাবু - amaravati

অন্ধ্রপ্রদেশে কোরোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য দায়ি YSRCP সরকার ও রাজ্য নির্বাচন কমিশন ৷ বললেন TDP প্রধান চন্দ্রবাবু নায়ডু ৷

Breaking News

By

Published : Apr 28, 2020, 5:02 PM IST

অমরাবতী, 28 এপ্রিল : অন্ধ্রপ্রদেশে কোরোনা সংক্রমণ বৃদ্ধিতে দায়ি YSRCP সরকার ও রাজ্য নির্বাচন কমিশন ৷ এমনটাই বললেন TDP প্রধান চন্দ্রবাবু নায়ডু ৷ সাধারণ মানুষের জন্য একটি খোলা চিঠিতে তিনি বলেন, " সাধারণ মানুষের কাছে অনুরোধ যেন তারা নিজেদের সুরক্ষার কথা নিজেরাই ভাবে ৷ কোরোনার বিরুদ্ধে লড়াই করার জন্য মানুষ যেন সবদিক থেকে সচেতন থাকে ৷ "

তিনি বলেন, " গত এক মাসে অন্ধ্রপ্রদেশে কোরোনা সংক্রমণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে ৷ কারণ জগন মোহন রেড্ডি সরকার কোরোনা রোধে সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন না ৷ উপরন্তু রাজ্য নির্বাচন কমিশন এই লকডাউন চলাকালীনও নির্বাচনের জন্য তৈরি হচ্ছে ৷ "

তিনি আরও বলেন, " YSRCP সরকার লকডাউনের মধ্যেও সমাবেশ করছে ৷ জমায়েত করছে ৷ সেকারণেই রাজ্যে COVID-19 - এর সংক্রমণ বেড়ে চলেছে ৷ এই রকম প্রাকৃতিক দুর্যোগের সময়ও YSRCP নিজেদের রাজনৈতিক সুবিধের কথা ভাবছে ৷ তারা সাধারণ মানুষের কথা চিন্তা করছে না ৷ লকডাউন উপেক্ষা করে নিজেদের নির্বাচন নিয়েই ব্যস্ত জগন রেড্ডির দল ৷ শাসকদল এখন সরকারি ভবনগুলিতে নিজেদের দলের পতাকার রঙ করছে ৷ ভাইরাসের জন্য প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা করছে না ৷ "

তাঁর অভিযোগ , "কোরোনার প্রকোপ রাজ্যে বাড়ছে ৷ রাজভবনেও কোরোনা সংক্রমণের খবর পাওয়া গেছে ৷ একজন সাংসদের পরিবারেও কোরোনার সংক্রমণের কথা জানা গেছে ৷ এর থেকেই বোঝা যায়, YSRCP সরকার কোরোনা সংক্রমণে কতটা অসফল ৷ ডাক্তারদের জন্য প্রয়োজনীয় কিটের ব্যবস্থা করা হচ্ছে না ৷ কোরোনা রোধে প্রথম সারিতে থাকা ডাক্তার, প্যারামেডিকেল স্টাফ. স্যানিটেশন স্টাফ, পুলিশ, সাংবাদিকদের জন্য সরকার কোনও পদক্ষেপ করেনি ৷ এছাড়াও পরিযায়ী শ্রমিক, আন্না ক্যান্টিন, বিমা গ্রহীতাদের জন্য যে জরুরি পদক্ষেপ করা উচিত তাও নেয়নি YSRCP সরকার ৷ "

ABOUT THE AUTHOR

...view details