পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজস্থানের মুখ্যমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেপ্তার যুবক - মুখ্যমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ডুয়ো ফোন

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি ফোন আসে পুলিশ কন্ট্রোল রুমে । অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ ।

Rajasthan
Rajasthan

By

Published : Jul 11, 2020, 3:46 AM IST

Updated : Jul 11, 2020, 4:04 AM IST

জয়পুর,10 জুলাই : রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেপ্তার যুবক । ধৃতের নাম লোকেশ। সে জামওয়ারামগড়ের পাপার গ্রামের বাসিন্দা। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জানা গেছে, আজ সকাল সাড়ে দশটার দিকে পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে । সেই ফোনে এক যুবক মুখ্যমন্ত্রীর বাসভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেয় । ফোনটি আসার পর, মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাসভবনে বাড়ানো হয় নিরাপত্তা । তদন্ত নেমে পুলিশ জামওয়ারামগড়ের পাপার গ্রামের ওই যুবককে গ্রেপ্তার করে ।

দক্ষিণ জয়পুরের পুলিশ আধিকারিক মনোজ কুমার ETV ভারতকে জানান, লোকেশ কুমার মিনা রাজস্থানের মুখ্যমন্ত্রীকে প্রাণে মারার হুমকি দিয়েছিল । তাঁকে বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে রাজস্থান পুলিশের সোশাল মিডিয়া সেলে একটি ফোন করে । লোকেশের বিরুদ্ধে জামওয়ারামগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

Last Updated : Jul 11, 2020, 4:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details