পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আজকের যুবসমাজ চাকরি খোঁজে না , তৈরি করে : নির্মলা - union budget latest update

ভারতের যুবসমাজ দক্ষতার সাথে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে । তারা এখন চাকরি তৈরি করে । তাদের কথা ভেবই এই বাজেটে ট বিপুল কর্মসংস্থানের সুযোগের তৈরির কথা বলা হয়েছে ।

কেন্দ্রীয় বাজেট
union budget

By

Published : Feb 1, 2020, 10:30 PM IST

দিল্লি , 1 ফেব্রুয়ারি : 2020-21 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন । অর্থমন্ত্রীর বাজেট ভাষণে উঠে আসে যুব সমাজের কথা । তাদের চাহিদা পূরণে সরকার যে দায়বদ্ধ তা বার বার ফুটে ওঠে অর্থমন্ত্রীর ভাষণে । নির্মলা সীতারমন বলেন, "আজকের যুবসমাজ চাকরিপ্রার্থী নয়, তারা চাকরি তৈরি করে । তাদের কথা ভেবেই এই বাজেটে বিপুল কর্মসংস্থানের সুযোগের কথা বলা হয়েছে ।"

পর্যটন শিল্পের বিকাশের ফলে সরাসরি কর্মসংস্থান বৃদ্ধির পথ খুলে যাবে বলেও আশাপ্রকাশ করেন নির্মলা সীতারমন । বলেন, "এবারের বাজেটে জ্ঞান, দক্ষতাতে মর্যাদা দেওয়া হয়েছে । আরও কর্মসংস্থান তৈরি করতে সরকার সড়ক ও যাতায়াত ব্যবস্থার উন্নতি করতে চায় ।"

পাশাপাশি এবারের বাজেটে রাজ্য সরকারগুলোকে আর্থিক পরিকল্পনার রোড ম্যাপ তৈরির নির্দেশ দেন অর্থমন্ত্রী । সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ব্যাঙ্কগুলোর সাধারণ কর্মচারী পদে নিয়োগে বড় সংস্কার আনারও কথা বলা হয়েছে বাজেটে

ABOUT THE AUTHOR

...view details