অমরাবতী, 21 ডিসেম্বর : বিশ্ববাসী প্লাস্টিক দূষণের জেরে জেরবার ৷ এই প্রেক্ষাপটে প্লাস্টিক বর্জ্যের ব্যবহারে পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন অমরাবতীর রাজুরার বাসিন্দা নীতিন উজগাওঙ্কার ৷
জেনে অবাক হবেন প্রায় 20,000 এর বেশি প্লাস্টিকের বোতল ব্যবহার করে একটি বাড়ি নির্মাণ করেছেন নীতিনবাবু ৷ এটা দেশের প্লাস্টিক সমস্যার সম্ভাব্য সমাধান হতে পারে ৷ সাধারণত ইট, বালি, সিমেন্ট দেয়েই বাড়ি নির্মাণ করা হয় ৷ কিন্তু প্লাস্টিকের বোতলের ব্যবহার করে বাড়ি নির্মাণ এটা এদেশে একদম নতুন একটা ধারণা ৷
দস্ত্তুরনগর এলাকায় সন্ত গ্যাজেট বাবা অমরাবতী বিশ্ববিদ্যালয়ের কাছে নীতিনবাবু অভিনব এই বাড়িটি তৈরি করেছেন ৷ তিনি জানান, প্লাস্টিকের বোতল ব্যবহার করে বাড়ি নির্মাণ দেশের ক্রমবর্ধমান প্লাস্টিক সমস্যা সমাধানের অন্যতম উপায় হতে পারে ৷
আইনে স্নাতকোত্তর নীতিনবাবু, নির্মাণ ব্যবসায় এসেছেন শুধুমাত্র শখের কারণে ৷ নির্মাণক্ষেত্রে সর্বদা নতুন কিছু করার চিন্তা-ভাবনা করতেন ৷ তারপর একদিন প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি নির্মাণের ভাবনা তাঁর মাথায় আসে ৷
ETV ভারতের প্রতিনিধিকে তিনি বলেন, " আমি সকালে হাঁটতে বেরোই ৷ রাস্তায় দেখি প্লাস্টিকের বোতলের স্তূপ ৷ আমি ভাবি কীভাবে এই বোতলগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় ৷ এরপর খোঁজ শুরু করি এবং ইন্টারনেট থেকে কয়েকটি ভাবনা মাথায় আসে ৷ জানতে পারি ইন্দোনেশিয়া এবং দক্ষিণ আফ্রিকায় প্লাস্টিকের বোতল ব্যবহার করে বাড়ি তৈরি করা হয়েছে ৷ আমার মনে হয় ফেলে দেওয়া খালি বোতলকে বাড়ি বানানোর কাজে লাগানো সবচেয়ে ভালো ৷ " তিনি আরও বলেন, "প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর ৷ তাই কেন আমরা সেগুলি দেওয়ালের মধ্যে লুকিয়ে রাখতে পারি না ? আমি নির্মাণকর্মীদের সঙ্গে আমার ভাবনা শেয়ার করি ৷ প্রথমে সবাই আমার কথা শুনে অবাক হন ৷ কিন্তু ধীরে ধীরে সবাই বিশ্বাস করতে শুরু করেন ৷ শুধুমাত্র পিলারগুলি ইট আর সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে ৷ দেওয়ালগুলি বানানো হয়েছে প্লাস্টিকের বোতল এবং বালি দিয়ে ৷ "
নীতিনবাবু আরো বলেন, "প্রচলিত বাড়ির তুলনায় প্লাস্টিকের বাড়ি তৈরির ক্ষেত্রে 30 থেকে 40 শতাংশ আর্থিক সাশ্রয় হয় ৷ " প্লাস্টিক বর্জ্যকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার এই অভিনব পন্থা প্রধানমন্ত্রীর প্লাস্টিকমুক্ত দেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করবে বলেই মনে করেন নীতিনবাবু ৷