পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরের তরুণ প্রজন্ম খেলাধুলায় অংশ নিতে চায় : ক্রীড়ামন্ত্রী - ক্রীড়ামন্ত্রী

দিল্লিতে গ্রেট গঙ্গা রান ম্যারাথনের সূচনা করতে এসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বলেন, "জম্মু-কাশ্মীরের তরুণ প্রজন্ম খেলাধুলায় অংশ নিতে চায় ৷"

ক্রীড়ামন্ত্রী

By

Published : Sep 15, 2019, 1:05 PM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের তরুণ প্রজন্ম খেলাধুলায় অত্যন্ত আগ্রহী ৷ তারা আরও বেশি করে খেলাধুলায় অংশ নিতে চায় ৷ সেজন্য একাধিক পরিকল্পনা নিচ্ছে ক্রীড়ামন্ত্রক ৷ আজ একথা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷

আজ দিল্লিতে গ্রেট গঙ্গা রান ম্যারাথনের সূচনা করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ৷ সেখানে তিনি বলেন, "গতকাল জম্মু ও কাশ্মীরের কয়েকজনের সঙ্গে দেখা করেছি ৷ তারা খেলাধুলায় অংশ নিতে চায় ৷ গ্রাম ও শহরের জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিচ্ছি ৷ "

370 ও 35A ধারা প্রত্যাহারের পর থেকে জম্মু ও কাশ্মীরে খেলাধুলার প্রসারে একাধিক উদ্যোগ নিচ্ছে কেন্দ্র ও রাজ্য ৷ কাঠুয়ার জেলা যুব পরিষেবা ও ক্রীড়া অফিসার সুনীল কুমার জানান, জম্মু ও কাশ্মীরের যুব সম্প্রদায় যাতে বিভিন্ন খেলায় অংশগ্রহণের সুযোগ পায়, সেজন্য সারা বছরের ক্যালেন্ডার তৈরি হয়েছে ৷ ওই অফিসারের কথায়, "খেলো ইন্ডিয়ার দ্বিতীয় দফা শীঘ্রই শেষ হবে ৷ কাঠুয়ার স্টেডিয়ামে এখন আন্তঃস্কুল ও জেলাস্তরের খেলা চলছে ৷ তাতে স্থানীয় যুবক ও যুবতিরা বড় সংখ্যায় অংশও নিচ্ছে ৷"

ABOUT THE AUTHOR

...view details