বিলাসপুর, 24 মে : ছত্তিশগড়ের বিলাসপুর হাসপাতালের ICU-তে যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠল । ওই হাসপাতালের কয়েকজন ওয়ার্ড বয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।
কয়েকদিন আগে হাসপাতালে ভরতি করা হয় ওই যুবতিকে । তিনি ICU-তে ভরতি ছিলেন । শনিবার সন্ধ্যায় সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ ৷ পরে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান তিনি ।
সিভিল লাইন পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার ৷ ঘটনাটির কথা জানতে পেরে রাজ্য স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেব একটি উচ্চপর্যায়ের তদন্ত দল গঠন করেছেন
অভিযোগ, প্রথমে অভিযোগ দায়ের করলেও পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি ৷ এরপর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতেই পুলিশ ওই হাসপাতালে যায় ও তদন্ত শুরু করে ৷ এরপর ওই যুবতিকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷