পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"আপনি গোনেননি বলে কি মৃত্যু হয়নি ?", পরিযায়ীর মৃত্যু-বিতর্কে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের

লকডাউনে ফেরার সময় যেসব পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল, তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে প্রশ্ন ওঠে লোকসভা অধিবেশনে । শ্রমমন্ত্রকের তরফে জানানো হয়, পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনও পরিসংখ্যান নেই । এরপরেই কেন্দ্রকে কটাক্ষ করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ।

rahul
ফাইল ছবি

By

Published : Sep 15, 2020, 12:51 PM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : বাদল অধিবেশনে পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রকে আক্রমণ করলেন রাহুল গান্ধি । শ্রমমন্ত্রী অধিবেশনে জানান, পরিযায়ীদের মৃত্যু নিয়ে কোনও সরকারি নথি নেই । তারই পালটা আক্রমণ করেন রাহুল । তাঁর কটাক্ষ, আপনি হিসেব রাখেননি, তাই কারও মৃত্যু হয়নি ?

লকডাউনে ফেরার সময় যেসব পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল, তাঁদের কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কি না সেই বিষয়ে প্রশ্ন ওঠে লোকসভা অধিবেশনে । কেন্দ্রীয় শ্রমমন্ত্রী জানান, পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে কোনও তথ্য নেই কেন্দ্রীয় সরকারের কাছে ৷ সেক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই ওঠে না ৷ কেন্দ্রের এই প্রতিক্রিয়ায় অধিবেশনের প্রথম দিনেই বিরোধীরা ক্ষোভে ফেটে পড়েন । একের পর এক প্রশ্ন-বাণে বিঁধতে থাকে কেন্দ্রকে ।

অধিবেশনে এই পরিযায়ী-মৃত্যু বিতর্ক প্রকাশ্যে আসতেই সরব হন রাহুল । যদিও অধিবেশনে তিনি নেই । মায়ের রুটিন চেক-আপের জন্য অ্যামেরিকায় রয়েছেন । কিন্তু তাতেও নীরব থাকেননি । আজ সকালেই টুইটারে সরব হতে দেখা গেল তাঁকে । টুইটারে রাহুল কেন্দ্রকে কটাক্ষ করে লেখেন, "মোদি সরকার জানে না লকডাউনে কতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে । কতজন চাকরি হারিয়েছেন । আপনি গোনেননি তাই কি মৃত্যু হয়নি ? হ্যাঁ তবে দুঃখের বিষয় এই যে, সরকারের উপর প্রভাব পড়েনি । বিশ্ব মৃত্যু দেখেছে । শুধু মোদি সরকারই দেখেনি ।"

দেশে লকডাউন জারি হওয়ার পর পরিযায়ী শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন । এবং পরিবহন ব্যবস্থা না থাকায় বহু শ্রমিক হেঁটে বাড়ি ফিরতে চান । অনেকে ট্রাকে করে ফেরার চেষ্টা করেন । শিশু থেকে মায়ের মৃত্যুর সাক্ষী থাকে দেশ । মহারাষ্ট্রে একসঙ্গে প্রায় 17 জন শ্রমিককে পিষে দেয় ট্রেন। বহু শ্রমিক অভাবে আত্মহত্যা করেন । একটু খাবারের জন্য তাঁদের আপ্রাণ চেষ্টার প্রতিফলন দেখা যায় দিল্লির যমুনা নদীর তীরে ।

সেই সময়েও সরব হয় বিরোধীরা । কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি সেই সময়ে বলেছিলেন, বিশ্ব পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা দেখছে, শুধুই মোদি সরকার দেখতে পাচ্ছে না । এমনকী মে-তে দিল্লির উড়ালপুলের উপর পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করে কথা বলেন রাহুল । তাঁর সেই পদক্ষেপকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কটাক্ষ করে বলেছিলেন, "নাটক" । তবে চুপ করে যাননি রাহুল । বারবার পরিযায়ী ও গরিব শ্রমিকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর জন্য কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন ।

পরিযায়ী শ্রমিকদের জন্য কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে বিরোধীদের মধ্যে যে ক্ষোভ ছড়িয়েছিল, গতকাল সংসদে পরিযায়ী শ্রমিকের মৃত্যু-বিতর্ক সেই বিক্ষোভ আরও খানিকটা বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

ABOUT THE AUTHOR

...view details