পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CAA-র প্রতিবাদ মিছিলে আজ়াদি স্লোগান রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য হবে : যোগী

নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশের একাধিক জায়গায় সরব হয়েছেন মানুষজন। 21 জানুয়ারি ঘণ্টাঘরে অমিত শাহর CAA সমর্থনে সভা ঘিরেও পথে নামে মহিলারা। একাধিক প্রতিবাদ মিছিলে আজ়াদি স্লোগানও ওঠে । এরই মাঝে গতকালের সভা থেকে বিক্ষোভকারীদের আজ়াদি স্লোগান নিয়ে সতর্ক করলেন যোগী আদিত্যনাথ ।

ছবি
ছবি

By

Published : Jan 23, 2020, 9:19 AM IST

Updated : Jan 23, 2020, 9:43 AM IST

লখনউ, 23 জানুয়ারি : কানপুরের দলীয় সভা থেকে CAA-র প্রতিবাদে বিক্ষোভকারীদের কার্যত সতর্ক করে দিলেন যোগী আদিত্যনাথ । জানিয়ে দিলেন, প্রতিবাদ মিছিলে আজ়াদিস্লোগান উঠলে তা দেশদ্রোহিতা হিসেবে গণ্য হবে ।

গতকালের সভায় যোগী বলেন, "প্রতিবাদের নামে যদি কেউ আজ়াদি স্লোগান তোলে তাহলে তা রাষ্ট্রদোহিতা হিসেবে দেখা হবে । সরকার এর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে । কোনওভাবেই এটা মেনে নেওয়া হবে না । ভারতের মাটি থেকেই ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যাবে না ।"

নাগরিকত্ব সংশোধনী (2019) আইনের বিরুদ্ধে উত্তরপ্রদেশে আন্দোলন হয়েছে । প্রতিবাদ মিছিল ঘিরে একাধিক মানুষের মৃত্যুও হয় । লখনউ শহরের বাসিন্দাদের একাংশও সরব হয়েছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে । সম্প্রতি লখনউয়ের ক্লক টাওয়ার এলাকায় মহিলারা বিক্ষোভ দেখায় । এদের মধ্যে কয়েকজনেকর বিরুদ্ধে দাঙ্গা ও বেআইনি সমাবেশ করার অভিযোগ আনা হয় । পরশু ঘণ্টাঘরে অমিত শাহর CAA সমর্থনে সভা ছিল । সেই সভাকে ঘিরে ফের দফায় দফায় বিক্ষোভ দেখায় মহিলাদের একাংশ । তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ ৷ বিখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানার মেয়ে সুমাইয়া রানা এবং ফৌজ়িয়া রানার বিরুদ্ধও ফৌজদারি মামলা হয় ।

এরপরই গতকালের সভায় সতর্কবার্তা যোগীর । বুঝিয়ে দিলেন, এই ধরনের কাজ সমর্থন করবে না উত্তরপ্রদেশ সরকার ।

Last Updated : Jan 23, 2020, 9:43 AM IST

ABOUT THE AUTHOR

...view details