পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুধবার সন্ধে 6টা থেকে সম্পূর্ণ পরিষেবা ইয়েস ব্যাঙ্কে - Yes Bank

18 মার্চ (বুধবার) সন্ধ্যা 6 টা থেকে চালু হবে ইয়েস ব্যাঙ্কের সম্পূর্ণ পরিষেবা ৷ চালু হবে ডিজিটাল পরিষেবাও ৷

Yes Bank
ছবি

By

Published : Mar 16, 2020, 3:05 PM IST

দিল্লি, 16 মার্চ : ব্যাঙ্কিং পরিষেবা এবার পুরোদমে চালু হতে চলেছে ইয়েস ব্যাঙ্কে ৷ 18 মার্চ (বুধবার) সন্ধ্যা 6টা থেকে চালু হবে সম্পূর্ণ ব্যাঙ্কিং পরিষেবা ৷ টুইটারে এই বার্তাই দিয়েছে ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

টুইটারে ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, "19 মার্চ থেকে আমাদের 1,132 টি শাখার যে কোনও শাখায় আসুন এবং আমাদের ব্যাঙ্কিং পরিষেবা গ্রহণ করুন ৷" স্টেট ব্যাঙ্কের নেতৃত্বে বিনিয়োগকারীদের একটি দল ইয়েস ব্যাঙ্কের এই আর্থিক বিপর্যয়ের মুখে পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার পরই এই সিদ্ধান্ত জানায় ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷

ইয়েস ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে আরও জানানো হয়েছে, "আপনারা ব্যাঙ্কের ডিজিটাল পরিষেবাও এবার থেকে ব্যবহার করতে পারবেন ৷" গত কিছুদিন ধরে ইয়েস ব্যাঙ্কের গ্রাহকরা ইন্টারনেট ব্যাঙ্কিং থেকে শুরু করে UPI ব্যবহার করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বেশকিছু সমস্যার মুখোমুখি হচ্ছিলেন ৷ সমস্যা দেখা দিয়েছিল ATM থেকে টাকা তোলার ক্ষেত্রেও ৷

চলতি মাসের শুরুতে রিজ়ার্ভ ব্যাঙ্ক ঘোষণা করে, 3 এপ্রিল পর্যন্ত ইয়েস ব্যাঙ্কের তরফে নিয়ন্ত্রিত পরিষেবা দেওয়া হবে ৷ এই সময়ের মধ্যে গ্রাহকরা 50 হাজার টাকার বেশি টাকা অ্যাকাউন্ট থেকে তুলতে পারবে না বলে জানিয়ে দিয়েছিল রিজ়ার্ভ ব্যাঙ্ক ৷ এরপর 13 মার্চ ইয়েস ব্যাঙ্কের পুনর্গঠনের প্রকল্পে সায় দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

ধুঁকতে থাকা এই বেসরকারি ব্যাঙ্ককে উদ্ধার করতে RBI এর নির্দেশে মাঠে নামে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ইয়েস ব্যাঙ্কের শেয়ারের 49 শতাংশ নিজেদের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেয় SBI ৷ SBI ছাড়াও বেশ কিছু বেসরকারি ব্যাঙ্কও ইয়েস ব্যাঙ্ককে আর্থিক বিপর্যয়ের মুখে সাহায্য করার আশ্বাস দিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details