দিল্লি, 7 মার্চ : ইয়েস ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির খবর প্রকাশ্যে আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে গ্রাহকদের মধ্যে । সকাল থেকেই তাই ইয়েস ব্যাঙ্কের ATM গুলির সামনে লম্বা লাইন পড়ে যায় । কিন্তু বেশিরভাগ ATM-এই টাকা নেই । তবে অনেক গ্রাহক জানিয়েছেন, তাঁরা চেকের মাধ্যমে ইয়েস ব্যাঙ্কের কয়েকটি শাখা থেকে 50 হাজার টাকা তুলতে পেরেছেন ।
কাজ করছে না ইয়েস ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পরিষেবা । কয়েকজন গ্রাহকের অভিযোগ, তাঁরা ক্রেডিট কার্ডও ব্যবহার করতে পারছেন না । দিল্লির ইয়েস ব্যাঙ্কের কয়েকটি শাখায় আজ গ্রাহকদের প্রশ্ন করা হলে তাঁরা জানান, চেকের মাধ্যমে 50 হাজার টাকা তুলতে কোনও সমস্যা হয়নি। ললিত কুমার নামে এক গ্রাহক বলেন, "ইন্টারনেট ব্যাঙ্কিং কাজ করছে না । ক্রেডিট কার্ডও কাজ করা বন্ধ করে দিয়েছে । আমি 50 হাজার টাকা চেকের মাধ্যমে তুলেছি । "
রিজ়ার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা আসার পর থেকেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক বাড়ে ৷ একলাফে 85 শতাংশ শেয়ার কমে যায় ব্যাঙ্কের । পাশাপাশি, ইয়েস ব্যাঙ্কের সঙ্গে নতুন করে আর চুক্তি নবীকরণ করবে না বলে জানিয়ে দেয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ৷ রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা জারি করে জানিয়েছিল, 3 এপ্রিল পর্যন্ত 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷ তবে শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি সংস্থা ইয়েস ব্যাঙ্কের মালিকানা কিনে নেবে ৷ আজ স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার জানান, ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ মালিকানা কিনতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমানতকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, "তাঁদের টাকা মার যাবে না ।" একই আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন ও রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস ।