শ্রীনগর, ২৩ ফেব্রুয়ারি : গ্রেপ্তার করা হল জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিককে। গতরাতে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিচ্ছিন্নতাবাদী নেতা ইয়াসিন মালিক - undefined
বাড়িতে গিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়
ইয়াসিন মালিক
সম্প্রতি জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্ট নেতা ইয়াসিন মালিকের নিরাপত্তা প্রত্যাহার করা হয়। এরপর গতরাতে তাঁর বাড়িতে তল্লাশিতে যায় পুলিশ। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের মুখপাত্র বলেন, পুলিশ মাসিউমায় ইয়াসিন মালিকের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। কোঠিবাগ থানায় তাঁকে রাখা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টে সংবিধানে 35A ধারা নিয়ে শুনানি রয়েছে। তার আগেই এই গ্রেপ্তারি।
TAGGED:
yasin malik