হায়দরাবাদ, 4 এপ্রিল : কোরোনা ভাইরাসের প্রভাবে যে সঙ্কটময় পরিস্থিতি তৈরি হয়েছে তাতে স্ব–পঠনপাঠনের বিপুল চাহিদা তৈরি হয়েছে । যার জেরে চাহিদা বেড়েছে কেন্দ্রীয় মানবসম্পদ বিভাগের নেতৃত্বাধীন অনলাইন কোর্সেরও । কয়েক বছর আগে দেশজুড়ে অনলাইন শিক্ষার প্রচারের জন্য কেন্দ্রীয় সরকার "ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স" (MOOC)–এর সঙ্গে মিলে "স্বয়ম" নামে একটি প্ল্যাটফর্ম চালু করেছিল । IIT, IIM এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির তৈরি এই প্ল্যাটফর্মে অন্তত 1900 টি কোর্স আছে ।
গত জানুয়ারির সেমিস্টারে শুধুমাত্র ভারত থেকেই নয়, বিশ্বের 60 টি দেশ থেকে অন্তত 25 লাখ মানুষ এই প্ল্যাটফর্মের অন্তর্গত 571 টি কোর্সে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন । সম্প্রতি দেশের কোরোনা ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে, তার জেরে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে । যার ফলে এই ধরনের অনলাইন কোর্সের চাহিদা বেড়ে গিয়েছে । চলতি বছরে 23-27 মার্চের মধ্যে, মাত্র পাঁচদিনে অন্তত 50 হাজার ছাত্রছাত্রী প্রচুর অনলাইন কোর্সে ভরতি হয়েছে ।
গোটা ব্যাপারটার সবচেয়ে সেরা বিষয় হল, এই সব অনলাইন কোর্স একেবারে বিনামূল্যে পড়াশোনা হয়