দিল্লি, 21 জুলাই : কয়েকদিন আগেই তাঁর ভিসার মেয়াদ তিনমাস বাড়ানো হয়েছিল ৷ ভিসার মেয়াদ এক বছর বাড়ানোর জন্য টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ৷ তারপরই তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ এক বছর পর্যন্ত বাড়াল ভারত সরকার । রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, 2020 সালের জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ভিসার মেয়াদ ৷
বাংলাদেশে জন্ম হলেও বিতর্কিত এই লেখিকা বর্তমানে সুইডেনের নাগরিক ৷ 2004 সাল থেকে ভারতে ''রেসিডেন্স পারমিট'' পেয়ে আসছেন তিনি ৷ তবে পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তসলিমা ।
56 বছরের লেখিকাকে গত সপ্তাহেই ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছিল ৷ তারপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে টুইট করেন, পাঁচ বছরের বদলে মাত্র তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৷ সেই সময়ে শাহকে ধন্যবাদসহ তিনি অনুরোধ জানিয়েছিলেন, যাতে তাঁর ভিসার মেয়াদ অন্তত এক বছর বাড়িয়ে দেওয়া যায়৷ হলও ঠিক তাই ৷