পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 21, 2019, 2:41 PM IST

Updated : Jul 21, 2019, 2:49 PM IST

ETV Bharat / bharat

তসলিমার ভিসার মেয়াদ 3 মাস থেকে বেড়ে এক বছর

লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ এক বছর পর্যন্ত বাড়াল ভারত সরকার

তসলিমা নাসরিন

দিল্লি, 21 জুলাই : কয়েকদিন আগেই তাঁর ভিসার মেয়াদ তিনমাস বাড়ানো হয়েছিল ৷ ভিসার মেয়াদ এক বছর বাড়ানোর জন্য টুইটারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন ৷ তারপরই তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ এক বছর পর্যন্ত বাড়াল ভারত সরকার । রবিবার স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, 2020 সালের জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে ভিসার মেয়াদ ৷

বাংলাদেশে জন্ম হলেও বিতর্কিত এই লেখিকা বর্তমানে সুইডেনের নাগরিক ৷ 2004 সাল থেকে ভারতে ''রেসিডেন্স পারমিট'' পেয়ে আসছেন তিনি ৷ তবে পাঁচ বছরের জন্য ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন তসলিমা ।

56 বছরের লেখিকাকে গত সপ্তাহেই ভিসার মেয়াদ তিন মাস পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছিল ৷ তারপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে টুইট করেন, পাঁচ বছরের বদলে মাত্র তিন মাসের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ৷ সেই সময়ে শাহকে ধন্যবাদসহ তিনি অনুরোধ জানিয়েছিলেন, যাতে তাঁর ভিসার মেয়াদ অন্তত এক বছর বাড়িয়ে দেওয়া যায়৷ হলও ঠিক তাই ৷

আরও পড়ুন : ভারতে তসলিমার ভিসার মেয়াদ বাড়ল মাত্র 3 মাস

তসলিমা ফের একটি টুইটে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রককে ধন্যবাদ জানিয়েছেন ৷ ধন্যবাদজ্ঞাপন করেছেন টুইটারেত্তিদেরও ৷ কারণ তাঁকে সমর্থন জানিয়েছিলেন অনেকেই ৷ তসলিমার মত, টুইটার অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম ৷

ভিসা নিয়ে বরাবরই সমস্যার মুখোমুখি হতে হয়েছে তসলিমাকে । 1994 সালে জঙ্গি হুমকির মুখে পড়ে বাংলাদেশ ছাড়েন এই লেখিকা । আপাতত তিনি সুইডেনের বাসিন্দা । তবে 2004 থেকে তাঁকে লাগাতার এ দেশের ভিসা মঞ্জুর করে আসছে স্বরাষ্ট্র মন্ত্রক । নির্বাসিত এই লেখিকা দু’দশক ধরে কখনও অ্যামেরিকা, কখনও আবার ইউরোপে রয়েছেন । তবে ভারত বিশেষ করে কলকাতাই যে তাঁর সব চেয়ে প্রিয়, বরাবর সে কথা বলেন তসলিমা ।

Last Updated : Jul 21, 2019, 2:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details